রবিবার, ২৮ জুন, ২০২০, ০৯:২৭:০৭

লাহোর থেকে যেভাবে ইংল্যান্ডে গেলেন বাবর আজমরা

লাহোর থেকে যেভাবে ইংল্যান্ডে গেলেন বাবর আজমরা

স্পোর্টস ডেস্ক : অবশেষে ইংল্যান্ড রওনা দিল পাকিস্তান ক্রিকেট দল। রোববার ভোরে ইংল্যান্ডগামী উড়োজাহাজে চেপে যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন দলের খেলোয়াড় ও অন্যান্য সদস্যরা। গত কয়েক দিন ধ'রে করোনা পরীক্ষা নিয়ে বি'ত'র্ক। ১০ ক্রিকেটার আর একজন সাপোর্ট স্টাফের করোনা ধ'রা পড়া—সব মিলিয়ে বেশ ঝামে'লাপূর্ণ সময়ই কে'টেছে পাকিস্তান ক্রিকেট দলের। 

অবশেষ স্বাস্থ্যবিধি মেনে, উড়ানে সামাজিক দূরত্ব মেনেই পাকিস্তান ত্যা'গ করেছেন তারা। করোনায় জ'র্জ'রিত পাকিস্তান, উপমহাদেশের অন্যান্য দেশগুলোর মতোই। তবে তাদের সবচেয়ে বড় সমস্যায় ফেলেছে করোনা পরীক্ষার বিশ্বাসযোগ্যতার ব্যাপারটিই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরীক্ষায় মোহাম্মদ হাফিজের করোনা পজিটিভ হওয়ার পর বাইরের অন্য পরীক্ষায় নেগেটিভ আসার বিষয়টি নিয়েই আসলে জলঘোলা হয়েছে সবচেয়ে বেশি। 

বিষয়টি পিসিবির করোনা পরীক্ষার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্যই করে বসলেন, 'পাকিস্তান ক্রিকেট দল এখন যত দ্রুত ইংল্যান্ডে পা রাখে ততই মঙ্গল।'

করোনা মহামা'রির কারণে সেই মধ্য মার্চ থেকে ক্রিকেট মাঠে নেই। সে দিক দিয়ে পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরটি 'ঐতিহাসিক'ই। আগস্টে এই সফরে তিনটি টেস্ট ও সমপরিমাণ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ক্রিকেট মাঠে গড়াবে আগামী মাসে। এরপর এ সফর। সব মিলিয়ে এ দুটি সফর নিয়ে বাড়তি যত্নশীল ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

তারা পাকিস্তান ক্রিকেট দলকে বিলেতে নিয়ে যেতে ভাড়া করা উড়োজাহাজ পাঠিয়েছে। সেটিতে চেপেই ২০ সদস্যের পাকিস্তান ক্রিকেট দল আজ সকালে লাহোর বিমানবন্দর ত্যা'গ করেছে। ইংল্যান্ডে গিয়েও অনেক বিধিবিধান মেনে চলতে হবে পাকিস্তান দলকে। ১৪ দিনের কোয়ারেন্টিন তো আছেই। তবে ম্যানচেস্টারে পৌঁছানোর পর পুরো দলকে নিয়ে যাওয়া হবে উস্টারশায়ারে। 

সেখানে ইসিবির তত্ত্বাবধানে পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আবারও করোনা-পরীক্ষা করা হবে। ১৩ জুলাই সেখান থেকে ডার্বিশায়ার যাবে তারা। আগস্টের ৫ তারিখ ম্যানচেস্টারে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্টই সাউদাম্পটনে (১৩ আগস্ট ও ২১ আগস্ট থেকে)। এখানেই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ( ২৯ আগস্ট, ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে