বুধবার, ০১ জুলাই, ২০২০, ১২:২৩:৩৬

মেসির ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ

মেসির ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ

স্পোর্টস ডেস্ক : গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই অবশেষে জ্ব'লে উঠলেন ফুটবল ক্লাব বার্সেলোনার দলপতি লিওনেল মেসি। এটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই গোল করলেন বার্সা অধিনায়ক। এই গোলের মাধ্যমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে নিজের ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

এই ৭০০ গোলের মধ্যে ৬৩০টি এসেছে বার্সেলোনার হতে এবং বাকি ৭০টি গোল তিনি করেছেন জাতীয় দলের জার্সিতে। সপ্তম খেলোয়াড় হিসেবে ক্লাব ও দেশের হয়ে ৭০০ গোলের মালিক হলেন মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনার হয়ে করলেন ৭২৪তম ম্যাচে এসে করলেন ৬৩০তম গোল। ক্লাব ক্যারিয়ারে ম্যাচ প্রতি তার গোলের হার ০.৮৭ শতাংশ।

মেসি আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৭০ গোল। আনুষ্ঠানিকভাবে সাতশর বেশি গোল করা অন্যরা হলেন জোসেফ বিকান (৮০৫ গোল), রোমারিও (৭৭২), পেলে (৭৬৭), ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), গার্ড মুলার (৭৩৫) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৭২৮)।

এটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঝেমধ্যেই নিজের চিরচেনা রূপে আবির্ভুত হন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ঘরের মাঠে পুরো ম্যাচ জুড়ে ছড়িও ঘুড়িয়েছেন এই তারকা।

দূরপাল্লার শট, অসাধারন কর্নার, দুর্দান্ত ফ্রিকিক এবং শেষে এসে সফল স্পট কিক। পুরো ম্যাচটাই যেন একেবারে মেসিময় হয়ে উঠেছে আজ। যদিও জয় এনে দিতে পারেননি দলকে। ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে তার দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে