শনিবার, ০৪ জুলাই, ২০২০, ০১:৫৮:৫৭

দ্বিতীয় করোনা টেস্ট নিয়ে যা জানালেন মাশরাফী

দ্বিতীয় করোনা টেস্ট নিয়ে যা জানালেন মাশরাফী

স্পোর্টস ডেস্ক : সব কিছু ঠিক থাকলে করোনাভাইরাসে পজিটিভ হবার পর শনিবার (৪ জুলাই) দ্বিতীয় টেস্ট করাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।

এর আগে গত মাসের ২০ তারিখে মাশরাফীর করোনা টেস্টে পজিটিভ হন। এর পর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন নড়াইল এক্সপ্রেস। করোনায় পজিটিভ হবার পর থেকে মাশরাফীর শরীর অবস্থা নিয়ে নানা ধ'রনের খবর ছ'ড়ায় গণমাধ্যমে। গেলো মাসের ২৮ তারিখে খবর র'টে মাশরাফী দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। খবরটি মোটেও সত্য নয় বলে ঐ দিন মাশরাফী তার ভেরিফাইড পেজে পোস্ট করেন। সাথে তিনি এও বলেন ১৪ দিন পর দ্বিতীয় করোনা টেস্ট করার ইচ্ছে আছে ম্যাশের।

সেই হিসেবে শনিবার দ্বিতীয় টেস্ট করার কথা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের ক্রিকেটের সফল অধিনায়কের ঘনি'ষ্ঠজনদের সাথে যোগাযোগ করা হলে তারা নিশ্চি'ত করে ঠিক কিছু বলতে পারেননি। করোনায় পজিটিভ হবার পর চিকিৎসকের পরামর্শে নিয়মিত টেস্ট করান ম্যাশ। বিভিন্ন সূ'ত্রে জানা গেছে, মাশরাফীর শরীরে অবস্থা বেশ উন্নতি হয়েছে।

বেশ ভালো আছেন করোনায় পজিটিভ হওয়া মাশরাফীর ছোট মোরসালিন বিন মোর্তজা’ও। শুক্রবার পর্যন্ত করোনায় পজিটিভ হবার পর ১১ দিন হয়েছে মোরসালিনের। করোনায় পজিটিভ হওয়া মাশরাফী তার দুই সন্তান হুমাইরা ও সাহেলকে নড়াইলে পা'ঠিয়ে দেন। তবে, মাশরাফীর সেবায় স্ত্রী সুমনা হক সুমি তার সাথেই আছেন বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে