রবিবার, ০৫ জুলাই, ২০২০, ১১:৫০:৩৪

প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনি: মুশফিক

প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনি: মুশফিক

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে ঘরে বসে সময় কাটছে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। তিনি জানান, আজকাল প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত শুনছেন তিনি। পাশাপাশি স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা এবং সন্তানের দেখভালও করছেন।

দাতব্য প্রতিষ্ঠান ‘এখনই’র একটি উদ্যোগের অংশ হিসেবে এক প্রশ্নের জবাবে  একথা জানান মুশফিক। করোনার কারণে মিউজিশিয়ান, অ্যাথলেট, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং আরও অনেকের সমস্যার কথা তুলে ধরা হচ্ছে একটি সিরিজের মাধ্যমে। সেই সিরিজের দ্বিতীয় পর্বের নাম ‘ঢাকার গল্প দ্বিতীয় পর্ব: মুশফিকুর রহিমের গল্প’। এই পর্বে মুশফিককে প্রশ্ন করেছেন বিভিন্ন মানুষজন। তাদের প্রশ্ন এবং মুশফিকের উত্তর নিয়ে সাজানো হয়েছে এই পর্ব।

করোনাকালে দিনগুলো কীভাবে কাটছে, এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘ঘুম থেকে ওঠার পর আমি ব্যায়াম করি। এরপর আমি ছেলের সঙ্গে খেলাধুলা করি, মাঝে মাঝে আমি ছেলেকে নিজ হাতে খাওয়াই। মাঝে মাঝে গোসল করানোর সময়ও খেলা করি। আজকাল স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা, স্ত্রীর কাছ থেকে রান্না করা শেখার পাশাপাশি প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত শুনছি।’

বর্তমান প'রিস্থিতিতে ভক্তদের উদ্দেশে মুশফিকের পরামর্শ, আমার মতে, আমাদের যতটা সম্ভব ঘরে থাকা দরকার। বাইরে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই মহামা'রিতে দুস্থ ও অসহায়দের সহায়তা করার চেষ্টা করুন এবং আগের চেয়ে বেশি বেশি দোয়া করুন, ক্ষমা প্রার্থনা করুন, ধৈর্য ধারণ করুন এবং সর্বশক্তিমান আল্লাহ’র কাছে প্রার্থনা করুন যাতে তিনি আমাদের সুস্থ করে দেন, কারণ এই মহামা'রি থেকে একমাত্র তিনিই আমাদের রক্ষা করতে পারেন।’

মুশফিক জানান, দীর্ঘ সময়ের জন্য ঘরে বসে থাকা হ'তাশাজনক হলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারার সুযোগ পাওয়াটাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। ক্রিকেটার হিসেবে যে ব্যস্ততার মাঝে থাকতে হয় তাতে পরিবারকে যথেষ্ট সময় দেওয়া কঠিন। ১৫ বছরের ক্যারিয়ারে এত লম্বা সময় পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ এই প্রথম পেলেন তিনি। ফলে এই বিরতিটা উপভোগ করছেন তিনি। তবে ঘরে বসে থাকায় ক্রিকেটটাকে খুব মিস করছেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে