মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০, ১০:২৭:৫২

আল্লাহ'র উপর ছেড়ে দিলেন মুশফিক

আল্লাহ'র উপর ছেড়ে দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম। মাঠ এবং অনুশীলন ছাড়া একদম থাকতে পারেন না তিনি। টানা তিন মাস ঘরব'ন্দি হয়ে বসেছিলেন মুশফিকুর রহিম। এসময় নিজ উদ্যোগে ঘরের মধ্যে অনুশীলন করলেও ক্রিকেট মাঠ অনেক মিস করেছেন তিনি।

অবশেষে ঘর থেকে বের হয়েছেন মুশফিকুর রহিম‌। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। সেখানে দীর্ঘদিন পর হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গিয়েছে মুশফিকুর রহিমকে।

এই সময় মুশফিকুর রহিম জানান ‘সালাম সবাইকে। আমি এই অসাধারণ মাঠটি অনেক বেশি মিস করছিলাম। একমাত্র আল্লাহ জানে আবার কখন আমরা অনুশীলন শুরু করতে পারবো।’

মুশফিক মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম সকল স্বাস্থ্যবিধি মেনেই গিয়েছিলেন। এছাড়া বিসিবিও মাঠ এখন জীবাণুনাশক এবং সঠিক পরিচর্যায় নতুন করে গড়ে তুলেছে। তবুও এই করোনার সময় মুশফিকের মাঠে যাওয়া কেন? মুশফিকের অগ্রজ মাশরাফির এক বাক্য থেকে সেটির পরিষ্কার ধারণা পাওয়া যায়।

তামিমের লাইভ আড্ডায় মুশফিককে নিয়ে মাশরাফি মজাচ্ছ্বলেই বলছিলেন, ‘মাঠ এবং অনুশীলন ছাড়া তো মুশফিক তো বেশিদিন থাকতে পারবে না। দম বন্ধ হয়ে মারা যাবে।’ আর তাই হয়ত নিজেকে চাঙা রাখতে, সবুজ গালিচার বুকে প্রাণভরে নিঃশ্বাস নিতেই মিরপুরে গেলেন মুশফিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে