বুধবার, ০৮ জুলাই, ২০২০, ০৪:৪৪:৫৯

আজ সৌরভ গাঙ্গুলীর জন্মদিন, শুভ জন্মদিন 'দাদা'

আজ সৌরভ গাঙ্গুলীর জন্মদিন, শুভ জন্মদিন 'দাদা'

স্পোর্টস ডেস্ক : আজ সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। আজও লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর সেই দিন চোখে ভাসে। স্মৃতিতে স্পষ্ট দল থেকে বাদ পড়ার পর তার পরিশ্রমের সেই কাহিনিও। প্রায় এক যুগ আগে প্যাড জোড়া খুলে রেখেছিলেন। কিন্তু তারপর ভারতীয় দলে দ্বিতীয় 'দাদা' হয়ে উঠতে পারেননি কেউই। তাই আজও তিনি অনন্য। তিনি সবার প্রিয় 'দাদা'। 

এ নাম আকণ্ঠ আবেগের। এ ভালবাসা চিরকালীন। বুধবার তার ৪৮ বছরের জন্মদিনে তাই ভারচুয়াল ওয়াল ভরে গিয়েছে শুভেচ্ছায়। যারা যারা কলকাতার 'মহারাজ'কে শুভেচ্ছা জানালেন তাদের মধ্যে সবার আগে নাম নিতে হয় শচীন। মাস্টার ব্লাস্টার বললেন, 'আশা করি মাঠের বাইরেও ভাল জুটি বাঁধবে তুমি। ঠিক যেভাবে আমরা মাঠের ভিতরে জুটি বাঁধতাম। আগামী বছরটা ভাল কাটুক।' 

ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষণ সৌরভকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, 'তোমার জীবনে এই দিনটি বারবার ফিরুক। আরও সাফল্যের স্বাদ পাবে তুমি। আরও বেশি করে মানুষের ভালবাসা পাবে।' সৌরভের একসময়ের সতীর্থ মোহাম্মদ কাইফ বলছেন, 'অসাধারণ ব্যাটসম্যান থেকে দুর্দা'ন্ত অধিনায়ক। আর এখন সার্বিকভাবে ভারতীয় ক্রিকেটের নেতৃত্বে। আমার প্রিয় অধিনায়ক এবং মেন্টরকে জন্মদিনের শুভেচ্ছা।'

টিম ইন্ডিয়ার আরেক তারকা সুরেশ রায়না বলছেন, 'শুভ জন্মদিন দাদা। আপনি ভারতীয় ক্রিকেটে বিপ্লব এনেছেন। একজন ক্রিকেটার হিসেবে এবং একজন অধিনায়ক হিসেবে আপনার অবদান মানুষ বহু বছর মনে রাখবে।' তবে 'দাদা'র জন্মদিনে সবচেয়ে চমকপ্রদ শুভেচ্ছা সম্ভবত জানিয়েছেন বীরেন্দ্র শেওয়াগ। তিনি বলছেন, 'দাদা শুধুমাত্র স্টেপআ'উট করে ছ'ক্কা হাঁ'কানো ছাড়া অন্য কোনও সময় চোখের পাতা পর্যন্ত ফেলেন না। ধন্যবাদ আমাকে শুরুর দিনগুলিতে সমর্থন করার জন্য।' 

বিসিসিআই প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। এঁরা ছাড়াও সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান বহু তারকা। ক্রিকেটকে বিদায় জানানোর পর অনেকগুলো বছর কে'টে গিয়েছে। কিন্তু দাদার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। কখনও প্রশা'সক হিসেবে তো কখনও ধারাভাষ্যকারের ভূমিকায় তিনি সদা যুক্ত বাইশ গজের সঙ্গে। প্রাক্তন সতীর্থদের মধ্যে তার জনপ্রিয়তায় যে ভাঁ'টা পড়েনি তা জন্মদিনে শুভেচ্ছার বন্যা দেখেই বোঝা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে