বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২০, ০২:০৮:৪৭

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ

স্পোর্টস ডেস্ক: লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ। মাত্র ১০৪ ম্যাচ খেলেই ১০০ গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্যে নিজেই গোল করেছেন ৭৩টি এবং তার এসিস্টে গোল হয়েছে ২৭টি।

লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে এতো দ্রুত সময়ে এ রেকর্ড গড়তে পারেনি আর কোনো খেলোয়াড়। পরিসংখ্যান বলছে, সালাহার আগে প্রিমিয়ার লিগে অলরেডদের মধ্যে গোল ও এসিস্টের সেঞ্চুরি করেছেন মাত্র তিনজন ফুটবলার। দলের হয়ে স্টিভেন জেরার্ড ২১২, রবি ফাওলার ১৫৮ ও মাইকেল ওয়েন ১৪৮টি গোলে অবদান রেখেছিলেন। কিন্তু তারা কেউই সালাহর চেয়ে কম ম্যাচ খেলে সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেনি। বুধবার রাতে সালাহর এই রেকর্ডের দিনে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে পয়েন্ট ব্যবধান আরও বাড়াল চ্যাম্পিয়ন লিভারপুল। ইতিমধ্যে চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল।

বুধবারের ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলার চলার ৬ মিনিটের মাথায় ব্রাইটন শিবিরে আঘাত হানেন সালাহ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর পাসকে গোলে পরিণত করেন তিনি। এই গোল হজমের দুই মিনিট পার হতে না হতেই সালাহর এসিস্টকে গোলো পরিণত করেন জর্ডান হেন্ডারসন।

ফলাফল ম্যাচ শুরুর ৮ মিনিটেই ২-০ তে লিড নেয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গোল শোধে মরিয়া ব্রাইটন ব্যবধান কমাতে সমর্থ হয় প্রথমার্ধের বিরতির একদম আগমুহূর্তে। ব্রাইটনের বেলজিয়ান ফরোয়ার্ড লিওনার্দো ট্রসার্ড অলরেডদের জালে বল জড়ালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পরিণত হয়। যদিও দ্বিতীয়ার্ধে নেমে নিজের দ্বিতীয় গোল করে ফের ব্যবধান বাড়ান মরুর রাজা সালাহ। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সালাহর দল।

এ জয়ের পর ৩৪ ম্যাচ শেষে ৩০ জয় ও ২ ড্রতে লিভারপুলের সংগ্রহ ৯২ পয়েন্ট। বাকি ৪ ম্যাচে আর মাত্র ৮ পয়েন্ট পেলেই লিগের ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করবে অলরেডরা। এছাড়া তিনটি ম্যাচ জিতলেই ম্যান সিটির সর্বোচ্চ ৩২ জয়ের রেকর্ড ভেঙে নিজেদের নাম লিখবে লিভারপুল। তথ্যসূত্র: গোল ডট কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে