শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১১:৫৬:০৪

আগামী বছরের জুনে এশিয়া কাপ!

 আগামী বছরের জুনে এশিয়া কাপ!

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে এশিয়া কাপের নতুন সূচীর কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। করোনা প'রিস্থিতির কারণেই শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে এশিয়া কাপের ১৫তম আসর। চলতি বছর সেপ্টেম্বরে আয়োজনের কথা থাকলেও সেটি হয়ে ওঠেনি। ভ্রমণ সতর্কতা, স্বাস্থ্য ঝুঁ'কিসহ নানা সমস্যা বিবেচনা করেই সবশেষ এবারের আসর বাতিলের ঘোষণা দেয় এসিসি। 

অফিসিয়াল বার্তায় এসিসি জানায়, 'সবকিছু মিলিয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকদের স্বাস্থ্যগত নিরাপত্তার চ'রম ঝুঁ'কিই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। এ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিধায়, এশিয়া কাপ বাতিল ঘোষণা করা ছাড়া উপায় ছিল না। এশিয়া কাপের নতুন সূচীর জন্য কাজ করছে তারা। আগামী বছর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। যা হতে পারে জুনে। ’

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মোট ছয় জাতির এই টুর্নামেন্টে এবার নতুন করে খেলতে পারে মালয়েশিয়া। আইসিসির পূর্ণ পাঁচ দেশের সঙ্গে সহযোগী দেশ হিসেবে কোয়ালিফাই করেছে দেশটি। এশিয়া কাপের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরমেটেই বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে