শনিবার, ১১ জুলাই, ২০২০, ১০:০২:২৬

ভৈরব নদীর পাড়ে বালু মাটির ওপর প্রতিদিন এক ঘন্টা দৌড়াচ্ছেন এ দ্রুতগতির বোলার

ভৈরব নদীর পাড়ে বালু মাটির ওপর প্রতিদিন এক ঘন্টা দৌড়াচ্ছেন এ দ্রুতগতির বোলার

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন এখন বাগেরহাটে। সেখানে বোলিং প্র্যাকটিস করতে না পারলেও নিজের শরীরটাকে ফিট রাখতে প্রচুর ঘাম ঝ'রাচ্ছেন। বাগেরহাট শহরে রুবেলের বাড়ির খুব কাছ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। সেই নদীর পাড়ে বালু মাটির ওপর প্রতিদিন এক ঘন্টা রানিং করছেন এ দ্রুতগতির বোলার।

গ্রামের বাড়িতে নিজের অনুশীলন নিয়ে রুবেল বলেন, ‘ফাস্টবোলার হিসেবে আমার সবচেয়ে বেশি দরকার ফিটনেস। ফিটনেস লেভেল ঠিক রাখলে স্কি'ল ট্রেনিংয়ের ঘা'টতি দূর করা সম্ভব। আমি সে চেষ্টাই করছি।’

ঢাকার মতো প্র্যাকটিসের সুযোগ সুবিধা নেই। তাই বালুর ওপর দৌড়ে ঘা'টতি পো'ষানোর চেষ্টা করছেন রুবেল। ডানহাতি এই পেসার বলেন, ‘এখানে তেমন বোলিং প্র্যাকটিসের সুযোগ সুবিধা নেই। তাই ফিজি'ক্যাল ট্রেনিংটাই বেশি করছি। বিশেষ করে নদীর পাড়ে খোলা আকাশের নিচে বালুর ওপর দৌড়াচ্ছি। ওটা আশা করছি খুব কাজে দেবে।’

সুযোগ সুবিধা থাকুক আর না থাকুক, ক্রিকেট মাঠে ফিরলে সবাইকে সেরাটাই দিতে হবে। সেখানে অজুহাতের কোনো উপায় নেই। তার যার যার ব্যক্তিগত প্রস্তুতিই এখন ভরসা। জাতীয় দলের যে সব ক্রিকেটার ঢাকার বাইরে আছেন, তারা নিজের কোচ এখন নিজেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে