সোমবার, ২০ জুলাই, ২০২০, ১১:৪৯:১০

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ হাথুরুসিংহে আবার ফিরলেন পুরনো ঠিকানায়

 বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ হাথুরুসিংহে আবার ফিরলেন পুরনো ঠিকানায়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহে আবার ফিরলেন নিজের পুরনো ঠিকানায়। অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। টাইগারদের কোচ হওয়ার আগে অস্ট্রেলিয়ার এই রাজ্য দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন এই লঙ্কান।

নিউ সাউথ ওয়েলসের হয়ে হাথুরুসিংহে প্রধান কোচ ফিল জ্যাকসের সহকারী হিসেবে কাজ করবেন। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও স্পিন বোলিং কোচ অ্যান্থনি ক্লার্ক।

২০১৪ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার আগে নিউ সাউথ ওয়েলসের হয়ে সাফল্য পেয়েছিলেন হাথুরুসিংহে। ২০১০ সাল থেকে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কদের সহকারী কোচ হিসেবে ৪ বছর কাজ করেহিলেন হাথুরু। টাইগারদের হয়ে সাফল্য পেলেও বিভিন্ন কারণে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগ করেন তিনি।

এরপর নিজ দেশ শ্রীলঙ্কার কোচিংয়ের দায়িত্ব নেন। তবে নিজদেশে সবচেয়ে বাজে সময় কাটিয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে দলের ব্যর্থতা, বোর্ডের কাছে ব্রাত্য হয়ে যাওয়া, দলে নিষ্ক্রিয় কোচ হিসেবে থাকা, সময় শেষ হওয়ার আগে চুক্তি বাতিল করা এবং সর্বশেষ লঙ্কান বোর্ডের বিপক্ষে মা'মলা করার মতো ঘটনাও ঘটেছে। এরপর কিছু মাস বেকার থাকার পর হাথুরু আবার ফিরলেন কোচিংয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে