বুধবার, ২২ জুলাই, ২০২০, ০৪:২৮:৪৮

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : পেটের পী'ড়ায় ভু'গছেন তামিম ইকবাল। অসু'খটা বেশ কিছুদিন ধ'রেই। দেশের অভিজ্ঞ ডাক্তারদের দেখিয়েও আসল সম'স্যাটা ঠিক বোঝা যাচ্ছে না। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। উন্নত চিকিৎসার জন্য তাই শনিবার ইংল্যান্ডে যাচ্ছেন তিনি।

লন্ডনের এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখছেন তামিম। সেই চিকিৎসকই তাকে লন্ডনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তামিমের সম'স্যার সূ'ত্রপাত তিন মাস আগে। এ প্রসঙ্গে তিনি বলেন, ''মাস তিনেক আগে হু'ট করে পেটে প্রচ'ণ্ড ব্যথা অনুভব করি। প্রায় ১২ ঘণ্টা ছিল সেই ব্যথা। ভেবেছিলাম হয়তো ফুড প'য়জ'নিং টাইপ কিছু। কিন্তু কিছুদিন পর আবার ব্য'থা। গত তিন সপ্তাহে তিনবার এরকম ভ'য়'ঙ্কর ব্য'থা হয়েছে পেটে। এতটাই যে ঠিকমত শুয়ে-বসেও থাকতে পারি না।''

তামিম আরো জানান, প্যা'থলজি'ক্যাল টেস্ট করিয়েও কোথায় সম'স্যা সেটি ধ'রা পড়েনি। এজন্যই লন্ডন যাওয়া। তবে তামিমের ইচ্ছা ছিল সিঙ্গাপুর কিংবা ব্যাংকক চিকিৎসা নেয়ার। কিন্তু আপাতত ঢাকা থেকে দেশ দুটির ফ্লাইট ব'ন্ধ। তামিম বলেন, ''আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি। সিদ্ধান্ত নিয়েছি সেটি লন্ডনেই করাবো।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে