রবিবার, ২৬ জুলাই, ২০২০, ১০:০২:৩১

বিরাট কোহলির ফি'টনেসকে উদাহরণ মানবে না পাকিস্তান

বিরাট কোহলির ফি'টনেসকে উদাহরণ মানবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ফি'ট ক্রিকেটারটি হলেন বিরাট কোহলি। এমন ফি'ট হয়ে উঠতে তাকে যে কতকিছু ত্যা'গ করতে হয়েছে, সেটা সবাই জানেন। বিশ্বের অনে ক্রিকেটারের কাছে কোহলি হলেন আইডল। পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসও এতদিন কোহলির ফি'টনেসের প্রশংসা করেছেন। তবে বেশি বেশি প্রশংসায় হয়তো তিনি বির'ক্ত। তাই এবার ইউ টা'র্ন নিলেন।

ইংল্যান্ডের বিপ'ক্ষে পাকিস্তানের সিরিজ শুরুর আগে ওয়াকার বলেছেন, পাকিস্তানি ক্রিকেটাররা কোহলির ফি'টনেস অ'নুকরণ করবেন না। তারা নিজেরাই ফি'টনেসের একটা স্ট্যা'ন্ডার্ড তৈরি করবেন। এই পেস কিংবদ'ন্তির কথায়, 'আমাদের দলেও বেশ কয়েকজন ফি'ট ক্রিকেটার আছে। তিন ফ'রম্যা'টে খেলতে হলে ক্রিকেটারদেরকে ফি'ট হতেই হবে। বিরাট কোহলি দারুণ ফি'ট এক জন অ্যা'থলি'ট। আমরাও পিছিয়ে নেই। বাবর আজম দারুণ ফি'ট। বেশ ভালো পারফ'র্ম করছে। শাহিন আফ্রিদিও খুব ফি'ট। আমরা অন্য কাউকে কপি করতে যাব না। নিজেরাই নিজেদের একটা স্ট্যা'ন্ডার্ড তৈরি করব।'

পাকিস্তানের ক্রিকেটে এখন তরুণ প্রতিভার ছ'ড়াছ'ড়ি। কিন্তু ক্রিকেটারদের ফি'টনে'স নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। ২০১৯ বিশ্বকাপের সময় তখনকার অধিনায়ক সরফরাজ আহমেদের ফি'টনে'স নিয়ে সবাই ম'হাবির'ক্ত ছিলেন। ভারতের বিপ'ক্ষে মহাগুরু'ত্বপূর্ণ ম্যাচ চ'লাকা'লীন উইকে'টকি'পিংয়ে থাকা সরফরাজকে হাই তু'লতে দেখা গেছে। যা তী'ব্র সমালো'চনার সৃ'ষ্টি করে এবং সরফরাজ নেতৃত্ব হা'রান। এখন তাকে দলে সুযোগ পেতেও বহু লড়া'ই করতে হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে