সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০২:০২:৩০

দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষি'দ্ধ হয়েছেন উদীয়মান পেসার অনিক

দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষি'দ্ধ হয়েছেন উদীয়মান পেসার অনিক

স্পোর্টস ডেস্ক : ডো'প টে'স্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নি'ষি'দ্ধ হয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার কাজী অনিক ইসলাম। ডো'প বি'রো'ধী নিয়ম ভ'ঙ্গ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই শা'স্তি দিয়েছে।রবিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞ'প্তির মাধ্যমে কাজী অনিকের নি'ষি'দ্ধের ব্যাপারটি নি'শ্চি'ত করে।

এর আগে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি অনিককে নি'ষি'দ্ধ করে বিসিবি। আর এই ঘ'টনাটি ঘ'টে ২০১৮ সালে জাতীয় ক্রিকেট লিগে। সেই সময় ঢাকা মেট্টোর হয়ে খে'লেছিলেন তরুণ এই পে'সার। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ম্যাচের পর ডো'প পরীক্ষার জন্য ন'মু'না সং'গ্রহ করা হয় এবং তার শরীরে নি'ষি'দ্ধ ওষুধের উ'পস্থি'তি পাওয়া যায়। পরে অনিক দো'ষ স্বী'কার করে নেন।
বিসিবি সংবাদ বি'জ্ঞ'প্তিতে জানানো হয়, ২০১৮ সালের ৬ নভেম্বর কক্সবাজারে অনিকের ন'মুনা পরী'ক্ষা করা হলে মে'থা'মফে'টা'মিন নামক এক ধ'রনের মা'দ'কের উ'পস্থি'তি ধ'রা পড়ে, যেটি ২০১৮ সালে আইসিসি নি'ষি'দ্ধ ওষু'ধের তা'লিকায় অ'ন্তর্ভু'ক্ত করে। অনিক দো'ষ স্বী'কার করে দুই বছরের শা'স্তি মে'নেও নিয়েছেন।

বিসিবি'র ডো'প বি'রো'ধী ১০ ১০.১, ১০ ১০.২ ও ১০ ১০.৩ ধা'রার নিয়ম বিবে'চনায়, এটি এই ক্রিকেটারের প্রথম ডো'প আইন ভা'ঙ্গার ঘ'টনা। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দুই বছরের জন্য নি'ষি'দ্ধ করা হয়। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি আবার তিনি ক্রিকেটে ফি'রতে পারবেন।

কাজী অনিক ইসলাম বাংলাদেশ অনূ'র্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৮ সালে যুব বিশ্বকাপেও খে'লেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে