বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১০:৪৩:৫০

আইপিএল নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না

আইপিএল নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না

স্পোর্টস ডেস্ক:  আইপিএল নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। করোনার কারণে যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা মার্চের ২৯ তারিখ। সেটা এখন শুরু হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ। কয়েকমাস পিছিয়ে গেলেও এবারের আয়োজন কিন্তু ঘরের মাঠে হচ্ছে না। আসর বসছে আরব আমিরাতের মাটিতে।

সবই চূড়া'ন্ত। কিন্তু গোল বেধেছে টুর্নামেন্টের ফাইনাল নিয়ে। সূচি অনুযায়ী ফাইনাল মাঠে গড়াবের কথা ৮ নভেম্বর। কিন্তু ফাইনালের দিনক্ষণে আসতে পারে পরিবর্তন। ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বররে ফাইনাল হবার সম্ভাবনা আছে বলে জানা গেছে। 

এর আগে দীপাবলি উৎসবকে ঘিরে আইপিএলের সময়সূচি বৃদ্ধি করার অনুরোধ করেছিল সম্প্রচার কর্তৃপক্ষ স্টার ইন্ডিয়া। তবে আদৌ ফাইনাল পেছানো হবে কিনা তা জানা যাবে গভর্নিং কমিটির বৈঠক শেষে। ২ আগস্ট আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পিছিয়ে গেলে সমস্যার সম্মুখীন হতে পারে ভারতীয় দলই। কেননা আইপিএল শেষ করেই টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবে টিম ইন্ডিয়া। 

তবে বিপত্তি আছে আরও। দেশের বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টুর্নামেন্টে ক্রিকেটারদের স্ত্রী কিংবা বান্ধবীদের নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে দ্বিধা। কেননা করোনা প'রিস্থিতির কারণে মানতে হবে নানা নিয়ম-কানুন। এতে করে জৈব সুরক্ষা বলয় ভ'ঙ্গ হবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে কয়েকদিনের মধ্যেই চূ'ড়ান্ত সিদ্ধান্ত দিবে বিসিসিআই।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে