শনিবার, ০১ আগস্ট, ২০২০, ০৯:৪৭:১৮

আমি খেলি বাংলাদেশের জন্য, সর্বকালের সেরা হতে নয়: সাকিব

আমি খেলি বাংলাদেশের জন্য, সর্বকালের সেরা হতে নয়: সাকিব

স্পোর্টস ডেস্ক: বিশ্বের নামীদামী সব রেক'র্ডই যেন নিজের নামের সাথে যোগ করতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের হিসেবে শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান ক্রিকেটার হয়েছেন এই ক্রিকেটার। তবে সামনে অন্য কাউকে ছাড়িয়ে যাবেন, এমন চিন্তা করছেন দেশের সবচেয়ে বড় পোস্টার বয়।

স্যার গারফিল্ড সোবার্স থেকে শুরু করে ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, জ্যাক ক্যালিসদের উত্তরসূরী হিসেবে যাওয়ার দৌড়ে আছেন সাকিব। বাংলাদেশের জাতীয় এক দৈনিক পত্রিকার সাথে সাক্ষাৎকারে সাকিব থেকে এমন বিষয়ে জানতে চাইলে, তার মতে, তিনি সর্বকালের সেরা হতে খেলেন না।

সাকিব বলেন, “আসলে আমি খেলি আমার দলের জন্য। বাংলাদেশের জন্য। সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার জন্য তো আমি খেলি না! আমি শুধু চাই যত দিন খেলব নিজের সেরাটা যেন দিতে পারি। সব ধরনের ক্রিকেটে দলের জন্য অন্যদের চেয়ে বেশি অবদান রাখতে পারি।”

“ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং আর যে যে ভাবে পারা যায়। তবে আমি কিন্তু এভাবে চিন্তা করি না। এটা নিয়ে আমি ভাবি না। এটা ঠিক যে, তাঁদের নামের সঙ্গে আমার নামটা আলোচনায় আসে, এটা অনেক বড় ব্যাপার। আমার ভালো লাগে। এটা আমি উপভোগ করি।”– যোগ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে