শুক্রবার, ০৭ আগস্ট, ২০২০, ১০:৫০:০৭

লঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফেরার সুযোগ আছে সাকিবের

লঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফেরার সুযোগ আছে সাকিবের

স্পোর্টস ডেস্কঃ ৪ মাসের সব অপেক্ষার অবসান বোধ হয় শেষ হতে যাচ্ছে। অক্টোবরেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা প্রায় চূ'ড়ান্ত। শিগগিরই এই বিষয়ে চূ'ড়ান্ত ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি।

সফরের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ১৪ অক্টোবর। কোয়ারেন্টাইন ও প্রস্তুতি শেষ করে খেলা শুরু করতে লেগে যাবে নভেম্বর। সাকিব আল হাসানকে পাওয়ার জন্যই পিছিয়ে সফরের সময় নির্ধারণ করার চেষ্টা। ২৮ অক্টোবর এক বছরের নিষে'ধাজ্ঞা শেষ করবেন বাঁহাতি এ অলরাউন্ডার।

আইপিএল ও জাতীয় দলের ম্যাচের আগে জু'য়াড়ির কাছ থেকে হোয়াটসঅ্যাপে ফোন পাওয়ার ঘটনা আকসুকে না জানানোর মতো অবহেলা করে নি'ষি'দ্ধ হন সাকিব। এক বছর স্থগিত রেখে গত বছর ২৯ অক্টোবর দুই বছরের নি'ষেধা'জ্ঞা দেওয়া হয় তাকে।

বাংলাদেশের জার্সিতে সাকিবের ফেরা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, খেলার মতো ফিট থাকলে লঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফেরার সুযোগ আছে সাকিবের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে