শুক্রবার, ০৭ আগস্ট, ২০২০, ০২:০৬:০৬

মাত্র পাওয়া- ক্রিকেট ম্যাচে এলোপাতাড়ি গু'লি

মাত্র পাওয়া- ক্রিকেট ম্যাচে এলোপাতাড়ি গু'লি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচে স'ন্ত্রাসীরা এলোপাতাড়ি গু'লি করেছে। তবে এ ঘটনায় কোনো হ'তাহ'তের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এ ঘটনা ঘটে।

পাকিস্তানভিত্তিক পত্রিকা দ্য নিউজের প্রিন্ট সংস্করণের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে স'ন্ত্রাসীরা গু'লি করেছিল; যার জে'র এখনও বয়ে বেড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে খবরে বলা হয়, ছানায় গ্রাউন্ড নামের মাঠে অনুষ্ঠেয় ফাইনালে দর্শকের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক কর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ম্যাচ শুরু হতেই পাহাড় থেকে স'ন্ত্রাসীরা মাঠের দিকে এলোপাতাড়ি গু'লি চালাতে থাকে।

একপর্যায়ে খেলোয়াড়, আম্পায়ার, সংবাদকর্মী, দর্শকরা জীবন বাঁ'চাতে দৌ'ড়াতে শুরু করেন। তবে কারো গায়ে গু'লি লাগার খবর এখনও পাওয়া যায়নি। গো'লাগুলির ঘটনায় আয়োজকরা সঙ্গে সঙ্গেই ম্যাচটি বাতিল করে দেন বলে খবরে উল্লেখ করা হয়।

ওরাকজাই জেলা পুলিশ জানিয়েছে, ওই পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের আনাগোনার কিছু খবর আগেই তাদের কানে এসেছিল। সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরু'দ্ধে ক'ড়া ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে