রবিবার, ০৯ আগস্ট, ২০২০, ১১:২১:১৪

করোনা পজিটিভ ক্রিকেটার রুবেল

করোনা পজিটিভ ক্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল আর নাজমুল অপুর পর এবার করোনায় আক্রা'ন্ত হলেন আরেক জাতীয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গতকালই (শনিবার) করোনা পজিটিভ হয়েছেন এ বাঁহাতি স্পিনার। করোনার ল'ক্ষণের মধ্যে আছে জ্ব'র, গলা ব্য'থা, কাশি, শরীর ব্য'থা, পেটে ব্য'থাসহ নানা ধ'রনের পে'টের পী'ড়া।

সেই সঙ্গে খাবারের অরু'চি অন্যতম ল'ক্ষণ। কিন্তু ক্রিকেটার মোশাররফ রুবেলের তার প্রায় কিছুই ছিল না। জ্ব'র, সর্দি, গলাব্য'থা-কিছুই না। তবে গত চার পাঁচ দিন ধ'রেই খাবারে কিছুটা অরুচি চলে আসছিল। আর খাবারের ঘ্রা'ণটাও নাকে যাচ্ছিল না সেভাবে। কিছুটা স'ন্দে'হ নিয়েই শনিবার করোনা টে'স্ট করাতে দেয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে এই টে'স্ট করান মোশাররফ রুবেল। শনিবারই টে'স্টের রেজাল্ট মিলেছে, এসেছে করোনা পজিটিভ। আজ (রোববার) সন্ধ্যার আগে মুঠোফোন আলাপে এ খবর জানিয়ে মোশাররফ রুবেল বলেন, ''একদমই কোনো সমস্যা অ'নুভব করছি না এখনো। অন্য কোন উপস'র্গও ছিল না। শুধু কদিন ধ'রে খাবারের টে'স্ট পাচ্ছি না। যাই খাচ্ছিলাম, কেমন যেন স্বা'দ লাগছিল না। আর শুধু স্বাদই নয়, খাবারের আর গ'ন্ধও পাচ্ছিলাম না।''

বাঁহাতি এই স্পিনার যোগ করেন, ''ভাবলাম করোনা টে'স্ট করিয়ে দেখি। পিজিতে (বঙ্গবুন্ধ শেখ মুজিব হাসপাতাল) টে'স্ট দিলাম গতকাল। ঐদিনই রেজাল্ট পেলাম-পজিটিভ।'' মোশাররফ রুবেলের কথা, ''আমার জ্বর, কাশি, শরীরব্য'থা ও অন্য কিছুই নেই। আল্লাহর রহমতে ছোটখাটো ল'ক্ষণ। তবুও আইসো'লেশনে আছি বাসায়। ইতিমধ্যেই ঔষধ গ্রহণও শুরু হয়েছে। আশা করছি আল্লাহর রহমত ও সবার দোয়ায় সুস্থ হয়ে উঠব।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে