সোমবার, ১০ আগস্ট, ২০২০, ০১:০৫:৫৭

করোনায় আক্রা'ন্ত বাঁ-হাতি স্পি'নার মোশরারফ হোসেন রুবেল

করোনায় আক্রা'ন্ত বাঁ-হাতি স্পি'নার মোশরারফ হোসেন রুবেল

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন বাঁ-হাতি স্পি'নার মোশরারফ হোসেন রুবেল। অভি'জ্ঞ এই ক্রিকেটারের বাবারও করোনা শ'না'ক্ত হয়েছে। তিনি সম্মি'লিত সাম'রিক হাসপাতালের (সিএম'এইচ) আই'সিই'উতে আছেন।মোশাররফ বলেন, ‘বাবার করোনা পজিটিভ।

তিনি কয়েকদিন ধ'রে সিএমএইচের আ'ইসি'ইউতে আছেন। আব্বার সং'স্প'র্শে ছিলাম আমি। এরপর আমিও আ'ক্রা'ন্ত হয়েছি। হ'ঠাৎ করে উপস'র্গ দেখা দেয়, কোনো স্বা'দ-গ'ন্ধ পা'চ্ছিলাম না। পরীক্ষা করাই। পজিটিভ এসেছে। আপাতত আ'ইসো'লে'শনে আছি।’

মোশাররফের স্ত্রী-সন্তানের করোনার রি'পো'র্ট নেগে'টিভ এসেছে। তাদেরকে শ্বশুরবাড়ি পা'ঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার শরীরের অবস্থা ভালো। কোনো সম'স্যা নেই। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে। তাদেরকে শ্বশুরবাড়ি পা'ঠিয়ে দিয়েছি। আমি ঢাকার বাসায় আ'ইসো'লে'শনে আছি। সবার কাছে দোয়া চাই।’ গত বছর ব্রে'ই'ন টি'উ'মা'রে আ'ক্রা'ন্ত হন ৩৮ বছর বয়সী মোশাররফ।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় চার মাস চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উ'ঠেছেন ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পা'রফ'রমা'র। বাংলাদেশের ক্রিকেটে করোনার হা'না এই প্রথম নয়। এর আগে সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, নাফিস ইকবাল, নাজমুল ইসলাম করোনায় আ'ক্রা'ন্ত হয়েছিলেন। সবাই সু'স্থ হয়ে গেছেন। মাশরাফির বাবা-মাও করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে