সোমবার, ১০ আগস্ট, ২০২০, ০৫:০৭:৫৬

দেশভাগের পর থেকে আমরা সেই একই ভুল করে আসছি : শোয়েব আখতার

দেশভাগের পর থেকে আমরা সেই একই ভুল করে আসছি : শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : জিততে জিততে হেরে যাওয়া যাকে বলে- ম্যাঞ্চেস্টার টেস্টে সেই ঘ'টনা ঘ'টেছে পাকিস্তানের সঙ্গে। প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নিয়েছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্য'র্থতায় অলআউট হয় মাত্র ১৬৯ রানে। ম্যাচের চার দিনেই ২৭৭ রানের লক্ষ্য তাড়া করে জয় ছি'নিয়ে নেয় স্বাগতিক ইংল্যান্ড। 

পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার মনে করছেন, পাকিস্তানি ব্যাটসম্যানদের এই ব্য'র্থতার ধা'রা চলে আসছে যুগ যুগ ধরে। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত এই পেসার বলেছেন, 'পাকিস্তানের সামনে বড় সংগ্রহ দাঁড় করানোর ভালো একটা সুযোগ এসেছিল। কিন্তু আমরা দেশভাগের পর থেকে এই একই ভুল করে আসছি। ব্যাটিং বারবার আমাদের ডুবাচ্ছে। আমাদের জুটি গড়া দরকার ছিল, বাজে বল পেলে বাউন্ডারির চেষ্টা করতে হতো। পাকিস্তানের সামনে ৩৫০-৪০০ রান করার সুবর্ণ সুযোগ ছিল। শান মাসুদ দুর্ভাগা (দুই ইনিংসে ১৫৬ ও ০) ছিল। আসাদ শফিক নিজের ভুলে রান আউট, বাবর আজমকে আরও ভালো কিছু করতে হবে।'

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হারলেও পাকিস্তানের সব শেষ হয়ে যায়নি। এখনো সিরিজে ফেরার সুযোগ আছে। এজন্য দলের ব্যাটিংয়ের উন্নতির পরামর্শ দিয়েছেন শোয়েব, 'পাকিস্তানের কোনো তারকা ব্যাটসম্যান রান করতে পারেনি। আপনি যদি বড় ব্যাটসম্যান হতে চান, নিজের নাম করতে চান, তাহলে এগুলোই আদর্শ পরিস্থিতি। আপনি ১০৭ রানের লিড কাজে লাগাতে না পারলে, যত বড় ব্যাটসম্যানই হোন না কেন, কোনো লাভ নেই। আপনি ভালো খেলোয়াড় হতে পারেন; কিন্তু নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে