মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ০৮:১২:২৪

ওদের অবস্থা দেখে ভ'য় পেয়ে গিয়েছিলাম: জাহানারা

ওদের অবস্থা দেখে ভ'য় পেয়ে গিয়েছিলাম: জাহানারা

স্পোর্টস ডেস্ক : ক’রোনায় পাঁচ মাসের বিরতির পর আজ ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন নারী ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা মেনে দেশের তিন ভেন্যুতে ৯ নারী ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন করেছেন। অভিজ্ঞ পেসার জাহানারা আলম এসেছিলেন মিরপুরে অনুশীলন করতে। দীর্ঘ বিরতির পর হোম ক্রিকেটে ফিরতে পারায় শান্তি লাগছে ২৭ বছর বয়সী এই নারী ক্রিকেটারের।

ক’রোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ থেকেই দেশে সব ধরনের খেলাধুলা কার্যক্রম স্থগিত ছিল। জাহানারা সেই মার্চ থেকে ঘরব'ন্দী থাকলেও ফিটনেস নিয়ে কাজ করে গেছেন নিয়মিত। যার ফলও পেয়েছেন। মিরপুরে অনুশীলনে ফেরার দিনে যেমন ৩ ওভার বল করে তার মনেই হয়নি অনেক দিন পর অনুশীলন করছেন।

নিজের অনুশীলনের তৃপ্ততা জানিয়ে জাহানারা বলেন, ‘১৪টা বল করতে পেরেছি জায়গা মতো। বাকি বলগুলো যে লেংথে চেয়েছি সেই লেংথে পারিনি। যদিও আমার মনে হচ্ছে, এক সপ্তাহ বিশ্রাম নিয়েই মাঠে ফিরেছি।কিন্তু আসলে তো হয়ে গেছে ৫ মাস…। ’

‘অনেকেই বলছিল (ছেলে ক্রিকেটার), অনেক দিন পর মাঠে ফিরে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। ওদের অবস্থা দেখে ভ'য় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, ওদের এই অবস্থা হলে আমাদের মেয়েদের কী হবে। শেষ পর্যন্ত আমার তেমন কিছুই হয়নি। ’– যোগ করেন জাহানারা। তবে লম্বা বিরতির একটা ছাপ যে থাকবে সেটাও স্বীকার করেছেন জাহানারা। এরপরও সবকিছু একপাশে রেখে মাঠে ফিরতে পেরেই বেশি তৃপ্ত এই তারকা।

জাহানারা বলেন, ‘শান্তি লাগছে। অনেক বেশি তৃপ্তির অনুভূতি হচ্ছে। অনেক দিন পর বোলিং করতে পেরেছি…। সবকিছু মিলিয়ে আমি অনেক ভালো ফিল করেছি। অনেক দিন পর বোলিং করলাম, মিরপুরে মাঠে হাঁটলাম। দীর্ঘদিন পর এমন অনুভূতি সত্যিই অসাধারণ। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে