মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ০৭:৪১:০৫

অবশেষে অনুমতি দিল মোদি, আরব-আমিরাতের তিন শহর শারজাহ, আবু দাবি ও দুবাইয়ে হবে আইপিএলের এবারের আসর

অবশেষে অনুমতি দিল মোদি, আরব-আমিরাতের তিন শহর শারজাহ, আবু দাবি ও দুবাইয়ে হবে আইপিএলের এবারের আসর

স্পোর্টস ডেস্ক: বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অবশেষে সংযুক্ত আরব-আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর শুরুর অনুমতি পেয়েছে। ভারতের সরকার দেশের বাইরে আইপিএলের জন্য অনুমতি দিয়েছে।

সোমবার নরেন্দ্র মোদীর সরকার দেশের বাইরে আইপিএল আয়োজনের অনুমতি দেয় বিসিসিআইকে। ২০২০ মৌসুমের আইপিএল তাই সংযুক্ত আরব-আমিরাতেই হচ্ছে। বিসিসিআই চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছে।

গত মার্চে আইপিএলের তেরতম আসর শুরুর কথা ছিলো। কিন্তুু করোনাভাইরাসের কারণে ভারতীয় বোর্ড নির্ধারিত সময়ে আইপিএল শুরু করতে পারেনি। আগামি অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের কথা ছিলো। কিন্তুু আইসিসি বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে এক বছর। এসিসি বাতিল করেছে এশিয়া কাপ ক্রিকেট।

সূচি ফাঁকা থাকায় বিসিসিআই তাই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় ওই সময়ে। কিন্তুু করোনাভাইরাসের কারণে নিজ দেশে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজন করা সম্ভব হলো না। করোনাভাইরাস পরিস্থিতি আরব-আমিরাতে নিয়ন্ত্রণে থাকায় এবং দুই দেশের সরকার অনুমতি দেওয়ায় অবশেষে মাঠে গড়াচ্ছে আইপিএলের চলমান মৌসুমের আসর।

আগামি ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পযর্ন্ত সংযুক্ত আরব-আমিরাতের তিনটি শহর শারজাহ, আবু দাবি ও দুবাইয়ে হবে আইপিএলের এবারের আসর। তবে দর্শকরা মাঠে বসে খেলার সুযোগ পাবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। ৩০-৫০ ভাগ দর্শকের হয়তো মাঠে বসে খেলার অনুমতি মিলতে পারে।
-জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে