বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০৮:২৯:৩৭

মাত্র পাওয়া খবর- আ'ত্মহ'ত্যা করলেন ক্রিকেটার

মাত্র পাওয়া খবর- আ'ত্মহ'ত্যা করলেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : সুযোগ না পেয়েই আ'ত্মহ'ত্যা? এমন হ'তাশাগুলো দিনে দিনে বহুগুণে বৃদ্ধি পাচ্ছে যুবসমাজের মধ্যে। আইপিএলে সুযোগ না পেয়ে হ'তাশায় আ'ত্মহ'ত্যা করে ফেললেন এক যুব ক্রিকেটার। নাম করণ তিওয়ারি! 

মুম্বাইর ক্লাব ক্রিকেটার করণের বোলিং এবং শারীরিক গঠনও কিছুটা ডেল স্টেইনের মতো হওয়ায় স্থানীয় ক্রিকেটমহলে পরিচিত ছিলেন ‘জুনিয়র ডেল স্টেইন’ নামে। 
স্বপ্ন দেখতেন ফাস্ট বোলার হবেন। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল। 

আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল খেলায় অংশগ্রহণ করতে না পেরেই নাকি তিনি আ'ত্মহ'ত্যা করেছেন। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তাঁর কোন এক ঘনিষ্ঠ বন্ধুকে তিনি জানিয়েওছিলেন, আ'ত্মহ'ত্যা করবেন। 

ভীষ'ণভাবে হ'তাশায় ভু'গছিলেন ২৭ বছরের ছেলেটি। সোমবার রাত ১০ টা নাগাদ নিজের ঘর থেকে ঝুল'ন্ত অব'স্থায় তাঁর ম'রদে'হ উ'দ্ধা'র হয়। পুলিশ পুরো বিষয়টি তদ'ন্ত করছে। করণ বড্ড সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। জীবনে হয়তো অনেক দূর যেতে পারতেন তিনি। 

পুলিশ সূত্রে খবর, আইপিএলে সুযোগ না পাওয়া তো রয়েছেই, সঙ্গে কোন কাজ না পাওয়াটাও বড় বিষা'দ হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেটারের জীবনে। এ অবস্থায় খুব চি'ন্তিত ছিলেন তিনি। 
করণ তিওয়ারি মুম্বাইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন। স্বপ্নের মুম্বাই নগরী যেন আ'ত্মহ'ত্যার নগরীতে পরিণত হয়েছে। 

একজন মনোরোগ বিশেষ'জ্ঞ বলছেন, যুবসমাজের হ'তাশা প্র'চণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একটুতেই তাঁরা আ'তংকি'ত হয়ে আ'ত্মহ'ত্যার মতো পথ বেছে নিচ্ছেন। তাঁদের এই বিপ'দ থেকে উ'দ্ধার করার জন্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা খুব শীঘ্রই প্রয়োজন। সেটা শুরু করতে হবে ঘর থেকে এবং প্রথম কাউন্সেলিংয়ের দায়িত্বই সন্তানের মা-বাবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে