বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ১২:৫২:০৯

ইংল্যান্ডের চেয়ে ভালো দল পাকিস্তান: ইনজামাম

 ইংল্যান্ডের চেয়ে ভালো দল পাকিস্তান: ইনজামাম

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে নিজেদের ভুলে হার। তা সত্ত্বেও ইনজামাম-উল-হক মনে করেন, ইংল্যান্ডের চেয়ে ভালো দল পাকিস্তান। এখনও তার দেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে। ‘আমি মনে করি, পাকিস্তান দলটা ইংল্যান্ড থেকে ভালো। প্রথম টেস্ট জেতা উচিত ছিল আমাদের। এরপরও আমি বিশ্বাস করি, এখনও সিরিজ জেতার সুযোগ রয়েছে পাকিস্তানের’, বলেছেন ইনজামাম।

দ্বিতীয় টেস্ট শুরুর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম প্রথম টেস্টে আজহার আলীর নেতৃত্বের সমালোচনা করেন। সাবেক তারকা ব্যাটসম্যান ইনজি বলেন, ‘ইংল্যান্ড হারতে হারতে প্রথম টেস্ট জিতেছে। আজহারের অধিনায়কত্ব ভালো হতে পারত। ২০০-র কম রানে অলআউট করা যেত ইংল্যান্ডকে।’

ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টে ২৭৭ তাড়া করতে নেমে ইংল্যান্ড ১১৭ রানে পাঁচ উইকেট হারিয়েছিল। সেখান থেকে স্বাগতিকদের জয়ের পথে নিয়ে আসেন ম্যাচসেরা ক্রিস ওকস (৮৪*) ও জস বাটলার (৭৫)। ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে তিন উইকেটে জেতাতে মুখ্য ভূমিকা রাখেন তারা। আজ সাউদাম্পটনে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে