শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ০৭:৩৬:৫২

বিশ্বক্রিকেটে আর্বিভাব হলো ২৪ বছর বয়সী ১৫২ কি.মি গতিতে বল করা এক তরুণ গতি দানবের

বিশ্বক্রিকেটে আর্বিভাব হলো ২৪ বছর বয়সী ১৫২ কি.মি গতিতে বল করা এক তরুণ গতি দানবের

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পক্ষে অভিষেক হতে যাচ্ছে রাইলি মেরেডিথ নামক এক তরুণ গতি দানবের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত চূ'ড়ান্ত দলে ডাক পেয়েছেন মেরেডিথ। ২৪ বছর বয়সী এই পেসার এই প্রথম জাতীয় দলের জন্য ডাক পেয়েছেন। তাসমানিয়ার এই ফাস্ট বোলারের গুণমুগ্ধ অনেকেই। সেই তালিকায় শেন ওয়ার্ন থেকে শুরু করে আছেন ব্রেট লি ও মিচেল জনসনও।

বেশ জো'রেই বল করতে পারেন মেরেডিথ। ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে নিয়মিত বল করতে পারেন তিনি। এছাড়া বাউন্সের পাশাপাশি দেরিতে সুইং আদায় করতে পারেন এই পেসার। গত মৌসুমে মাত্র চারদিনের মাঝে স্টিভ স্মিথকে দুবার ও ডেভিড ওয়ার্নারকে একবার আউট করার পর ওয়ার্নার তখনই মেরেডিথকে জাতীয় দলের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছিলেন।

বাউন্সারে প্রতিপক্ষকে ঘা'বড়ে দিতে চান মেরেডিথ। তিনি বলেন, ‘যখনই কেউ বাউন্ডারি মারে তখনই আমি এটা বাউন্সার করি। মাঝে মাঝেই আমার আ'গ্রাসন প্রকাশ পায়। তবে অন্যদের মতো না করে আমি নিজেকে শান্ত রাখতে চেষ্টা করি।’ আগামীতে নতুন এই গতি বোলার নিজের গুণে ক্রিকেট মঞ্চে নিজেকে স্থায়ী ভাবে প্রতিষ্ঠত করতে পারবে এমনটাই প্রত্যাশা করছে ক্রিকটে ভক্তরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে