বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮:১৪

অবশেষে আশার আলো দেখা যাচ্ছে, উঠে পড়ে লেগেছে শ্রীলংকা ক্রিকেট

অবশেষে আশার আলো দেখা যাচ্ছে, উঠে পড়ে লেগেছে শ্রীলংকা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকা। করোনাভাইরাস পরবর্তী সময়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে দিয়ে শ্রীলঙ্কায় মাঠে ফেরার কথা দুই দলের। কিন্তু বিভিন্ন শর্তের কারণে এই সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছে।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া কিছু শর্তে খেলতে যেতে রাজি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ দিন কোয়ারেন্টিন, স্কোয়াডে ৩০ জনের বেশি সদস্য না থাকা ও আরও যেসব শর্তাবলী বাংলাদেশকে পাঠিয়েছিল শ্রীলঙ্কা, বিসিবি সেসব প্র'ত্যাখ্যান করার পর অনিশ্চয়তায় পড়ে যায় এই সিরিজ।

অবশেষে এই সিরিজে নিয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। বাংলাদেশকে সফরে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শ্রীলংকা ক্রিকেট। বাংলাদেশের দেওয়ার দাবি অনুযায়ী কোয়ারেন্টিনের সময় কমানোসহ স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক নির্দেশনা শিথিল করতে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে লঙ্কানদের ক্রিকেট বোর্ড।

ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের সঙ্গে এসএলসির সভাপতি শাম্মি সিলভার আলোচনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান দৈনিক ‘দা আইল্যান্ড।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে