রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬:৩১

উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়েই চেন্নাই সুপার কিংসের মধুর প্রতিশো'ধ

উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়েই চেন্নাই সুপার কিংসের মধুর প্রতিশো'ধ

স্পোর্টস ডেস্ক : করোনা আবহে বারবার পিছিয়ে যাওয়া। দেশের মাটিতে আয়োজন করতে না পারার পর বিদেশে সরিয়ে নিয়ে যাওয়া। করোনা রু'খতে একগুচ্ছ বি'ধিনি'ষে'ধ। সব সামলে ফের একবার আইপিএল ফিরল আইপিএলেই। প্রথম দিনেই মুখো'মুখি হল গতবারের দুই ফাইনা'লিস্ট চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। 

একদিকে দী'র্ঘদিন পর অধিনায়কত্ব করা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আরেকদিকে, বর্তমানে ভারতীয় দলে বিরাটের ডেপুটি রোহিত শর্মা। শেয়ানে শেয়ানে টক্করে শেষপর্যন্ত বাজিমাত করলেন ধোনিই। রায়াডু-দু'প্লেসিসের দু'র্দা'ন্ত ব্যাটিংয়ের সাহায্যে চার বল বাকি থাকতেই ১৬৩ রানের টা'র্গে'টে পৌঁছে যায় চেন্নাই। রায়াডু করেন ৭১ রান। দু'‌প্লেসির সংগ্রহ অপরা'জিত ৫৮ রান।

সব কিছু যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই যেন শুরু হল সবকিছু। ম্যাচ শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করে একটি পোস্ট। ১৫ আগস্ট সন্ধে ৭টা ২৯ মিনিটে অব'সর করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ১৯ সেপ্টেম্বর, ২০২০ সন্ধে ৭টায় ফের টস করতে নামলেন 'থালাইভা'‌। চেন্নাইয়ের জার্সি গায়ে প্রায় দেড় বছর পর বাইশ গজে ফিরলেন মাহি। 

আর আবেগে ভাসল গোটা ক্রিকেট। গতবারের হা'ইভো'ল্টেজ ফাইনালে ধোনির চেন্নাইকে মাত্র ১ রানে হা'রিয়ে চতুর্থবার ট্রফি ঘরে তুলেছিলেন রোহিত শর্মা। এবার তাই ব'দ'লা নিতে ম'রি'য়া ধোনি টস জিতে রান তা'ড়া করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন রোহিত আর কুইন্ট ডি'‌কক। শেষপর্যন্ত নির্ধা'রিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে