রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪১:৫৪

মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, তাঁর দলে থাকা মানে সাফল্যের গ্যারান্টি: বার্সা প্রেসিডেন্ট

মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, তাঁর দলে থাকা মানে সাফল্যের গ্যারান্টি: বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: গত মাসের শেষদিকে বার্সেলোনার ম্যানেজম্যান্ট ও অধিনায়ক লিওনেল মেসির মধ্যকার ক্লাব ছাড়া বিষয়ক যে না'টকীয়তার সৃ'ষ্টি হয়েছিল, সেখানে রী'তিমতো ভিলেন ছিলেন প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। অব'স্থা এমন হয়েছিল, দ্ব'ন্দ্বের অবসান ঘ'টাতে আদালতের শরণাপ'ন্ন হতে হতো দুই পক্ষকে।

নেহায়েত শৈশবের ক্লাব বলে কোনো আইনি ঝা'মেলায় যেতে চাননি মেসি। তাই বড় হওয়ার আগেই থেমে গেছে সেই ঘ'টনা। আরও এক মৌসুম বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন আর্জেন্টাইন জাদুকর। আর এখন বার্সা প্রেসিডেন্টও যেনো পুরোপুরি বনে গেছেন মেসির ভক্ত।

মেসির ক্লাব ছাড়তে চাওয়ার পেছনে বড় কারণ ছিল ম্যানেজম্যান্টের অদূ'রদর্শিতা এবং দলের জন্য ভালো কোনো পদক্ষেপ নিতে না পারা। কিন্তু চুক্তির মারপ্যাঁচ দেখিয়ে মেসিকে ছাড়তে রাজি হননি বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউ। আদালতের দ্বা'রস্থ হলে হয়তো বার্তেমেউকে হারিয়ে ঠিকই ক্লাব ছাড়তে পারতেন মেসি, কিন্তু তা করেননি।

আর এখন বার্সা প্রেসিডেন্ট বলছেন, তিনি কোনোভাবেই মেসির মতো খেলোয়াড়কে ছেড়ে দিতে পারেন না। কেননা মেসি থাকা মানেই সাফল্যের গ্যারান্টি। কাতালান টেলিভিশন নেটওয়ার্ক টিভিথ্রি’কে দেয়া সাক্ষাৎকারে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন বার্তেমেউ।

তার ভাষ্য, ‘আমি মেসির বি'রুদ্ধে কোনো দ্বন্দ্বে যাবো না। সে আমাদের অধিনায়ক এবং দলের নেতা। আমি তাকে ক্লাব ছেড়ে যেতে দিতে পারি না। সে সর্বকালের সেরা খেলোয়াড় এবং ক্লাবের তাকে দরকার আছে। মেসির দলে থাকা মানে সাফল্যের গ্যারান্টি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে