রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২৬:০৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাকি 'ইন্ডিয়ান ভুঁড়ি লিগ'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাকি 'ইন্ডিয়ান ভুঁড়ি লিগ'

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নাকি 'ইন্ডিয়ান ভুঁড়ি লিগ'? আইপিএলের উদ্বোধনী ম্যাচে একাধিক খেলোয়াড়ের ফি'টনেস ও শা'রী'রিক গড়ন দেখে এমনই প্রশ্ন তুললেন নেটিজেনরা। দী'র্ঘদি'ন পেশাদার ক্রিকেটের বাইরে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। মাঠে কার্যত অনুশীলনে নামেননি। বাড়িতেই যতটা শা'রী'রিক কসরৎ করেছেন। 

আইপিএলের জন্য সং'যু'ক্ত আরব আমিরাতে এসেই দী'র্ঘদি'ন পর মাঠে ফিরেছেন অনেকে। তার জে'রে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস কয়েকজন খেলোয়াড় 'বাড়তি বোঝা' নিয়ে খেলতে নেমেছিলেন। বিশেষত এমনিতে ফিট কয়েকজন খেলোয়াড়ের শারীরিক গড়ন দেখে 'ফ্যাট শেমিং' শুরু করে নেট নাগরিকদের একাংশ।

ক্রিকেটারদের সেই ভুঁ'ড়ি নিয়ে টুইট করেন হর্ষ ভোগলে। সংক্ষি'প্ত বার্তায় তিনি বলেন, ''আজ দু'টি স্বাস্থ্যবান কোমর….।'' ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক বীরেন রাসকুইনহা তো খেলোয়াড়দের ফিটনেস নিয়ে রীতিমতো প্র'শ্ন তুলে দেন। তিনি বলেন, ''আমি কখনও গলির ক্রিকেটের বেশি খেলিনি। কিন্তু আইপিএলে কয়েকজন খেলোয়াড়কে এত আনফিট দেখে আমি রীতিমতো অবা'ক। আমি অপর কোনও শারীরিক খেলা স্মরণে আনতে পারছি না, যেখানে খেলোয়াড়রা সর্বোচ্চ পর্যায়ে এরকম ফিটনেস নিয়ে সামলাতে পারে।''

নে'টিজেনদের নি'শা'নায় মূলত ছিলেন রোহিত শর্মা ও সৌরভ তিওয়ারি। মুম্বাই অধিনায়কের ফিটনেস নিয়ে টুইটারে রী'তিমতো ট্রো'ল করা হয়। একটি বড় গর্তের ছবি পোস্ট করে এক নে'টিজেন বলেন, ''অনেকে বলেন, গ্রহা'ণু পড়েছিল। কারোর বিশ্বাস, এটা কেউ খুঁ'ড়েছেন। কিন্তু মনে মনে আমরা জানি, রোহিত শর্মা এখানে ডাইভ দিয়েছিলেন।'' এক নেট নাগরিক বলেন, 'সব বিশালাকার বপু দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান ভুঁড়ি লিগ হচ্ছে। মনে হচ্ছে বয়স্কদের সিরিজের ম্যাচ হচ্ছে।' 

তার মতোই অপর এক নে'টিজেন বলেন, ''আইপিএলে পি হল ভুঁড়ি।'' রোহিতের মতো নেটিজেনদের 'ফ্যাট শেমিং'-এর মুখে পড়েন তিওয়ারি। এক নে'টিজেন বলেন, ''সৌরভ তিওয়ারির কোমর মকসদে রাজেশ খান্নার কাছাকাছি।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে