সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭:০৩

আজ ক্রিস গেইলের জন্মদিন

আজ ক্রিস গেইলের জন্মদিন

স্পোর্টস ডেস্ক : শুভ জন্মদিন টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা, স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইল। ১৯৭৯ সালের আজকেই এই দিনে জ্যামাইকায় জন্মগ্রহণ করেন এই ব্যাটিং দানব। আজ ৪১ তে পদার্পন করলেন এই ক্রিকেটার।

১৯ বছর বয়সে জামাইকার পক্ষ হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে গেইলের। এরপর ওয়েস্ট ইন্ডিজের পক্ষ হয়ে যুবদের আন্তর্জাতিক পর্যায়ে খেলেন। এগার মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন। এর ছয় মাস পর টেস্ট ম্যাচ খেলেন। ক্রিস গেইল সাধারণতঃ ইনিংসের গোড়াপত্তন করেন ও বিধ্বং'সী ব্যাটসম্যান হিসেবে ইতোমধ্যেই নিজের পরিচয় তুলে ধরেন।

২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার বিরু'দ্ধে ৫৭ বলে ১১৭ রান করেন যা একসময় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস হিসেবে রেকর্ডভূক্ত হয়েছিল। এছাড়াও সেঞ্চুরিটি ছিল টুয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতক। এরফলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের ৩টি পদ্ধতির (টেস্ট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টুয়েন্টি২০) প্রত্যেকটিতেই সেঞ্চুরি করে বিরল রেক'র্ড গড়েন।

এছাড়াও তিনি টুয়েন্টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশী ১৩টি হাফসেঞ্চুরি করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের উদ্বোধনী আসরে প্রথম ফ্রাঞ্চাইজ খেলোয়াড় হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি টি২০ বিশ্বকাপে দুইবার সেঞ্চুরি করেন৷

২৩ এপ্রিল ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেন। যেটি বর্তমানে টি-টুয়েন্টি এবং ক্রিকেটের যে-কোন ফরম্যাটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। পূর্বতন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের ৩৪ বলে। ম্যাচে তিনি অপরাজিত ১৭৫* (৬৬ বল) রান করেন। এ ইনিংসে তিনি টুয়েন্টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশী ১৭টি ছক্কা হাঁ'কান। এরফলে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় ব্রেন্ডন ম্যাককুলামের সর্বোচ্চ রানের রেক'র্ডটি ম্লান হয়ে যায়।

ক্যারিয়ারের অন্তিম লগ্নে বর্তমানে এসেছেন গেইল। দ্বাদশ বিশ্বকাপের পর অবসরের কথা বললেও সিদ্ধা'ন্ত পরিবর্তন করেন। এখন পর্যন্ত ১০৩ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৭২১৫ রান। রয়েছে ১৫ টি শতক ও ৩৭ টি অর্ধশতক। ৩৩৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি।

উইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ টি ওয়ানডে খেলে সর্বোচ্চ ১০৪৮০ রান করেছেন তিনি। রয়েছে ১৫ টি শতক ও ৫৪ টি অর্ধশতক। রয়েছে একটি ডাবল সেঞ্চুরি। ৫৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৬২৭ রান। রয়েছে ২ শতক ও ১৩ টি হাফ সেঞ্চুরি। আইপিএলে তার ১৭৫ রানের ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রে'কর্ড। এছাড়াও ক্রিকেটের যেকোন ফরম্যাটেও দ্রুততম শতকের রেক'র্ড রয়েছে তার ঝুলিতেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে