সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫:০৮

৪ বলে টানা ৪ উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করে ইতিহাস

৪ বলে টানা ৪ উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করে ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি টি-২০ ব্লাস্টে ৪ বলে টানা ৪ উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। হ্যাম্পশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট সহ ম্যাচে ৬ উইকেট নেন আফ্রিদি।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে ব্যাটিংয়ে নেমে আফ্রিদির বোলিংতোপে মাত্র ১২১ রানে অলআউট হয় মিডলসেক্স। ফলে শেষ ম্যাচে জয় দিয়েই এবারের

বোলিংয়ে নিজের প্রথম স্পেলে পাওয়ারপ্লেতে ৩ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন আফ্রিদি। এরপর নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসেন ইনিংসের ১৮তম ওভারে। নিজের কোটার শেষ ওভারের শেষ ৪ বলে বোল্ড করেন ৪ ব্যাটসম্যানকে। যাদেরকে বোল্ড করেছেন তারা হলেন, জন সিম্পসন, স্টিভেন ফিন, থিলান ওলাইটা ও টিম মুরতাগ।

টি-২০ ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেওয়ার রে'কর্ড গড়েন ২১ বছর বয়সী এই বোলার। সব মিলিয়ে ১৯ রান দিয়ে ৬ ব্যাটসম্যানকে বোল্ড করে হ্যাম্পশায়ারের হয়ে সেরা বোলিং ফিগারের রে'কর্ড গড়েন আফ্রিদি। হ্যাম্পশায়ারের কাউন্টিতে দ্বিতীয় হ্যাটট্রিকও এটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে