সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৫:৩০

৭০০ কোটি টাকার গোলকিপারের এ কেমন ভুল!

৭০০ কোটি টাকার গোলকিপারের এ কেমন ভুল!

স্পোর্টস ডেস্ক : ডি বক্সের বাইরে থেকে সাদিও মানের ঠেলে দেয়া বলটা ফিরমিনো ধ'রার আগেই নিয়ে নিলেন চেলসির ডিফেন্ডার ফিকায়ো তোমোরি। ব্যা'কপা'সে বল পাঠালেন গোলকিপার কেপা আরিজাবালাগার কাছে। এরপর যা করলেন কেপা, সেটি দেখে চেলসি সমর্থকদের মাথায় নিশ্চয়ই আ'গু'ন ধ'রে গেছে।

বলটা নিয়ে থেমে আস্তে করে পাস দিতে গেলেন সামনে দাঁড়ানো জ'র্জি'নহোর কাছে। তবে সেটি চলে গেল সাদিও মানের পায়ে। ইউরোপের অন্যতম সেরা ফরোয়ার্ড সেটা জালে জড়িয়ে দিতে মোটেও ভু'ল করেননি। এর মিনিট তিনেক আগেই আরো একটি গোল করেছিলেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। ফলাফল লিভারপুলের কাছে ২-০ গোলের হা'র চেলসির।

এমন হারের পর প্রশ্ন উঠবে সেটিই স্বাভাবিক। বিশেষ করে দলবদলের বাজারে চেলসির খ'রচ করা কাঁ'ড়ি কাঁ'ড়ি অর্থ কি জলে গেল? এমন প্রশ্ন তো উঠবেই! স'মালো'চনাটা সবচেয়ে বেশি হচ্ছে চেলসির গোলকিপার কেপা আরিজাবালাগাকে নিয়ে। যে 'শিশুতোষ' ভুলটি তিনি করেছেন, তার খেসা'রত তো পুরো দলকেই দিতে হচ্ছে। এমন ভু'ল অবশ্য তার জন্য নতুন নয়। কিন্তু তিনিই কিনা বিশ্বের সবচেয়ে দামী গোলকিপার!

গেল মৌসুমে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে তাকে ৭১ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় চেলসি। বাংলাদেশি অংকে পরিমানটা ৭১০ কোটির টাকারও বেশি! কোনো গোলকিপারের পেছনে যে এতো টাকা ব্যয় করা যায় প্রথমবারের মতো সেটি দেখালো ইংলিশ জায়ান্টরা। কিন্তু তার ফলটা কি পাচ্ছে ব্লুরা?

ইউরোপের অন্যতম সম্ভাবনাময়ী গোলকিপার বলা হলেও, চেলসিতে গেল মৌসুমেও বেশ বাজে পারফর্ম করেন কেপা। ফলাফল, টানা ৬ ম্যাচে তাকে বসিয়ে রাখেন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এরপর এফএ কাপে লিভারপুলের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারো ফেরেন ব্লুজ শিবিরে। তবে নতুন মৌসুমেও সেই পুরনো হ'তশ্রী চেহারায় কেপা।

নিজের এমন বাজে পারফরম্যান্সের জন্য আবারো দলে জায়গা নিয়ে শ'ঙ্কায় পড়তে হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপারকে। এরইমধ্যে দলের নাম্বার ওয়ান গোলর'ক্ষকের বিকল্প ভাবতে শুরু করেছে চেলসি কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেই স্ট্যামফোর্ড ব্রিজে হাজির হচ্ছেন আরেক গোলকিপার এডোয়ার্ড মেন্ডি। ফরাসি ক্লাব রেনের কাছ থেকে ২২ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নিয়েছে চেলসি। তার সঙ্গে ৫ বছরের চু'ক্তিও সেরে ফেলেছে ক্লাবটি। এই সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন মেন্ডি।

নাম্বার ওয়ান জার্সিটাও এবার হারিয়ে বসেন কিনা কেপা, কে জানে! যদিও ম্যাচশেষে কেপার পাশেই দাঁড়িয়েছেন কোচ ফ্রাঙ্ক ল্যম্পার্ড। বলেছেন, গোলকিপাররা ভু'ল করবে সেটাই স্বাভাবিক। তবে কেপা যে ভু'ল করেছেন, সেটি তো আর স্বাভাবিক না! আর তাইতো নিজেদের ৭০০ কোটি টাকার পুরোটা গচ্ছা গেল কিনা, সেই হিসাবই হয়তো করতে বসেছেন চেলসির কর্মকর্তারা।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে