বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬:২০

আইপিএলে দুই ভাই খেলেছেন দুই দলের হয়ে!

আইপিএলে দুই ভাই খেলেছেন দুই দলের হয়ে!

স্পোর্টস ডেস্ক: দুই ভাই যেন মানিকজোড়, গলায় গলায় ভাব। টম কুরান আর স্যাম কুরান বেশিরভাগ সময় একসঙ্গে খেলেই অভ্যস্ত। সেটা কাউন্টি ক্রিকেট হোক কিংবা ইংল্যান্ড জাতীয় দলে। দুজনই খেলেছেন ইংল্যান্ড লায়ন্সের হয়ে, খেলেছেন সারের প্রথম এবং দ্বিতীয় একাদশে। ২০১৮ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলার সৌভাগ্যও হয়ে গেছে দুই ভাইয়ের।

টম কুরান আর স্যাম কুরান প্রতিযোগিতামূ'লক ক্রিকেটে মোট ১০৫টি ম্যাচ খেলেছেন একই দলে। যে ম্যাচগুলো একসঙ্গে খেলা হয়নি, সেগুলোতেও কখনও একে অপরের প্রতিপ'ক্ষ হিসেবে মাঠে নামেননি। অবশেষে দুই ভাইয়ের মধ্যে দেখা গেল ‘শ'ত্রুতা’। ভ্রাতৃত্বের মায়া ছেড়ে একে অপরের বিপ'ক্ষে ল'ড়তে নামলেন, মঙ্গলবার রাতে আইপিএলে দুই ভাই খেলেছেন দুই দলের হয়ে।

২৫ বছর বয়সী টম কুরান এবার প্রতিনিধিত্ব করছেন রাজস্থান রয়্যালসের, ২২ বছর বয়সী স্যাম কুরানকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। বড় ভাইয়ের সঙ্গে এই ম্যাচে পেরে উঠেননি ছোট ভাই কুরান। হাইস্কোরিং ল'ড়াইয়ে তার দল চেন্নাই হে'রেছে ১৬ রানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে