বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৮:৫৮

এবার চার দলের করপোরেট ক্রিকেট ও তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা

 এবার চার দলের করপোরেট ক্রিকেট ও তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের মধ্যে যদি বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় তাহলে ঘরোয়া ক্রিকেট উপর ন'জর দেবে বিসিবি। ইতিমধ্যেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের বিকল্প হিসেবে ঘরোয়া ক্রিকেট লিগের ২ টি নতুন টুর্নামেন্টের আয়োজনের কথা শোনা যাচ্ছে।

বোর্ড সভাপতি নাজমুল হাসান যে বলেছিলেন, শ্রীলঙ্কার জন্য খুব বেশি অপেক্ষা করবেন না। আর কত দিন অপেক্ষা? তা নিয়ে কোনো মন্ত'ব্য না করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমাদের পরিকল্পনা আছে উভয় বিষয় (শ্রীলঙ্কা সফল ও ঘরোয়া ক্রিকেট) নিয়েই সামনে এগোনোর। আমরা যদি এই সফরে যাইও, এর পরও আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ করার চিন্তা আছে।’

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মতো চার দলের করপোরেট ক্রিকেট ও তিন দলের (জাতীয় দল, এ দল ও এইচপি দল) একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। যদিও এ আলোচনা এখন পর্যন্ত মৌখিক পর্যায়েই রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে