শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১:০৩

বাংলাদেশের সঙ্গে ম্যাচ নিয়ে যে চূড়ান্ত নিল শ্রীলঙ্কা

বাংলাদেশের সঙ্গে ম্যাচ নিয়ে যে চূড়ান্ত নিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে না'টকীয়তা শেষ কোথায়। অনিশ্চিত এই টেস্ট সিরিজ আরো অনিশ্চিত হয়ে পড়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী সাফ বলে দিয়েছেন শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সম্ভব নয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলছিল আলোচনা।

এই সিরিজের জন্য ইতিমধ্যে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে আজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নিবার্হী যা বললেন তাতে হয়তো এই মুহূর্তে শ্রীলঙ্কা সিরিজ আর সম্ভব নয়।

বৃহস্পতিবার বিকেলে শ্রীলঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ডি সিলভা বলেন, “কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত শিথিলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা অনুরোধ মানা সম্ভব নয়। দেখুন, আমাদের কোভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না।

আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দিবো, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানতেই হবে। এর কোনো ব্যত্যয় হবে না। আর শর্ত না মানতে না চাইলে, আপাতত সিরিজ স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।আশা করবো, ভবিষ্যতে পরিস্থি'তি স্বাভাবিক হলে আমরা হয়তো সিরিজটি আয়োজন করতে পারবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে