শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২০:৩৬

শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সময় জানালেন আকরাম খান

শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সময় জানালেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক : আগামীকাল (২৭ সেপ্টেম্বর) শ্রীলংকা যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ খবর পুরনো। তবে শিগগিরই টাইগারদের শ্রীলঙ্কা সফর হচ্ছে। এমনটাই জানালেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অ'পারে'শ'নস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শনিবার দুপুরে আকরাম খান বলেন, স্থ'গিত হওয়া শ্রীলঙ্কা সফর হচ্ছে। সব অনি'শ্চ'য়তা দূর করে আমাদের জাতীয় দল শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আগের নির্ধারিত সময়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করা হবে না টাইগারদের। সিরিজ অন্তত সপ্তাহদুয়েক পিছিয়ে যাবে। তবে সফরটি হবে এটা মোটামুটি নি'শ্চি'ত।

ঠিক কবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড থেকে সবুজ সংকেত পাবে বিসিবি? এমন প্রশ্নে তিনি বলেন, এখনকার খবর হলো সফর হচ্ছে। আমরা শ্রীলঙ্কা খেলতে যাব। কারণ শ্রীলংকা বোর্ড চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা আয়োজন করতে। ওদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল যা এখনো নি'শ্চি'ত না। ওদের হাতেও সময় আছে। তাই আশা করছি সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। যদি ইতিবাচক হয় আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে কলোম্ব যেতে পারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে