বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৭:৩২

এখন আফসোস হচ্ছে দুই কুল হারানোর: মুস্তাফিজ

এখন আফসোস হচ্ছে দুই কুল হারানোর: মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : করোনাকালের মাঝেই সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএর) ত্রয়োদশ আসর। এই আসরে মুস্তাফিজুর রহমানকে দলে টানতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সামনে শ্রীলঙ্কা সফর থাকায় বিসিবি ছাড়পত্র দেয়নি। এই সফর দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন- এমন আশায় আইপিএল ভুলে গিয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় তার এখন আফসোস হচ্ছে দুই কুল হারানোর।

গতকাল সোমবার শ্রীলঙ্কা সফর আপাতত বাতিল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে মুস্তাফিজ বলেছেন, ‘আমাদের সবার মন খারাপ। মাঠে ফেরার সুযোগ এসেছিল। টেস্ট খেলার আশায় প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সফর বাতিল হয়ে গেল। তাছাড়া আইপিএলের জন্য কলকাতা ও মুম্বাই থেকে যোগাযোগ করেছিল। আমাকে পেতে তারা খুবই উৎসাহী ছিল। এ ছাড়া ব্যাঙ্গালুরু থেকেও শেষ দিকে ফোন করেছিল। শ্রীলঙ্কা সফর না থাকলে হয়তো আমি ঠিকই চলে যেতাম আইপিএল খেলতে।’

বাংলাদেশ এখন কবে আন্তর্জাতিক ম্যাচে ফিরবে তা অনিশ্চিত। নিউজিল্যান্ড সফরের একটা সম্ভবনা আছে। তবে সেখানেও ক'ঠোর কোয়ারেন্টিন মা'নতে হবে। তাই মাঠে ফেরার অনিশ্চয়তা নিয়ে মুস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আইপিএলে গেলে যে সব ম্যাচ খেলতে পারতাম তা না। তবে দলের সঙ্গে থাকা হতো, প্র্যাকটিস করা যেত। নিজেকে ধীরে ধীরে তৈরি করতে পারতাম। এক সময় ম্যাচ খেলার সুযোগ চলে আসত। আমার ক্যাটাগরিতে প্রস্তাবটা ছিল ১ কোটি টাকার। সব মিলিয়ে খারাপই লাগছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে