শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৯:৪০:৩৭

তাহলে এটি হবে জাহানারার জীবনে এক বিরাট সুখবর!

তাহলে এটি হবে জাহানারার জীবনে এক বিরাট সুখবর!

স্পোর্টস ডেস্ক : আইপিএলের গত দুই আসরে যুক্ত হয়েছে নারীদের নিয়ে সংক্ষিপ্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যার নাম ‘উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’; এটিকে নারী আইপিএলও বলা হয়। ২০১৮ ও ২০১৯ সালের আইপিএল শেষের আগে হওয়া এ টুর্নামেন্ট ব্যাপক সাড়া পেয়েছিল বিশ্ব ক্রিকেটে।

যেকারণে ক’রোনার কারণে তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ দেখা দিলেও সব শ'ঙ্কা উড়িয়ে এবারও এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। সবকিছু ঠিক থাকলে ছেলেদের প্লে – অফের ফাঁকেই এবারো অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৪ নভেম্বর। অংশ গ্রহণকারী তিন দল হল ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস।

তিন দলের হয়ে ৪ জন করে ১২ জন বিদেশী ক্রিকেটার এবারের নারীদের আইপিএলেও খেলবেন। যেখানে বাংলাদেশ থেকে ২ নারী ক্রিকেটারকেও ডেকে পাঠিয়েছে বিসিসিআই। ইতোমধ্যেই ভারতীয় বোর্ডের থেকে আমন্ত্রণও পেয়েছে বিসিবি।

এ ব্যাপারে উইমেন ক্রিকজোন ডটকমকে বিসিবির এক কর্তা বিষয়নি নিশ্চিত করেছেন। বিসিবির সেই সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২১ অক্টোবর নারীদের আইপিএলে অংশ নিতে দুবাইয়ের উদ্দ্যশ্যে উড়াল দিবে দুই বাংলাদেশী নারী ক্রিকেটার। এরপর সেখানে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থেকে তিনবার ক’রোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ আসলে তবে খেলতে নামবেন তারা।

তবে কোন দুই নারী ক্রিকেটার সেটা এখনো জানা যায়নি। ধারনা করা হচ্ছে গতবার ভেলোসিটির হয়ে খেলা পেস অলরাউন্ডার জাহানারা আলম এবারও একই দলের হয়ে অংশ নিবেন। আর তাহলে এটি হবে জাহানারার জীবনে এক বিরাট সুখবর! তবে আরেকজন কে সেটা এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিবেন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে। অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ ১৭ অক্টোবর থেকে শুরু হওয়াতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কিছু ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাবেনা বিসিসিআই।

রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া তিন দলের এই টুর্নামেন্টে লিগ পর্বের তিন ম্যাচ যথাক্রমে ৪, ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। যেখানে প্রত্যেক দল একে অপরের একবার মুখোমুখি হবে। টেবিলের শীর্ষে থাকা দুই দল ৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই শারজায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে