রবিবার, ০৪ অক্টোবর, ২০২০, ০৭:১৮:১১

চলতি আইপিএলেও ম্যাচফিক্সিং, ক্রিকেটারকে তথ্য ফাঁসের প্রস্তাব

চলতি আইপিএলেও ম্যাচফিক্সিং, ক্রিকেটারকে তথ্য ফাঁসের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক : ভারতে করোনা ভাইরাস তুলনামূলক বেশি সং'ক্র'মিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। করোনার এই ক'ঠি'ন সময়ে ক্রিকেটারদের কড়া নিরা'পত্তা ব্যবস্থার মধ্যে রেখেই আইপিএল আয়োজন করা হচ্ছে। প্লেয়াররা কঠোর নিরা'পত্তা বলয়ে থাকা সত্ত্বেও জুয়াড়িরা এক খেলোয়াড়কে ম্যাচ ফি'ক্সিং'য়ের প্রস্তাব দিয়েছে।

একটি সূত্রে জানা যায়, আইপিএল খেলোয়াড়কে দলের ত'থ্য ফাঁ'সের প্রস্তাব দেন অপরিচিত একজন। সেই খেলোয়াড় নিজেই ভারতীয় ক্রিকেট ক'ন্ট্রো'ল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে, তার সঙ্গে অপরিচিত একজনের যোগাযোগের চেষ্টা করার কথা।

বিষয়টি নি'শ্চি'ত করে রোববার রয়টার্সকে বিসিসিআইয়ের দু'র্নী'তি দমন ইউনিটের প্রধান অজিৎ সিং বলেছেন, একজন ক্রিকেটার একটি প'দ্ধ'তির কথা আমাদের জানিয়েছেন। বিষয়টি আমরা খ'তিয়ে দেখছি। তদ'ন্তের স্বার্থে এখনই সব কিছু খো'লাসা করা যাচ্ছে না। তবে প্লেয়ারদের গ'তিবি'ধি আমরা ক'ঠো'রভাবে নিয়'ন্ত্রিত করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে