বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ১০:৫২:৩৩

এবার ঢাকার বাইরে যেখানে সবচেয়ে বড় বিকেএসপি হওয়ার ঘোষণা দিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার ঢাকার বাইরে যেখানে সবচেয়ে বড় বিকেএসপি হওয়ার ঘোষণা দিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : ঢাকার বাইরে সবচেয়ে বড় বিকেএসপি হবে ময়মনসিংহে, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেন, ‘এই ঐতিহ্যবাহী জেলা থেকে বহু কীর্তিমান খেলোয়াড় সারা দেশে ছড়িয়ে পড়েছেন।

যারা জাতীয়ভাবে ক্রীড়াঙ্গনকে সম্মানিত করেছেন। সেই ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী করতে এখানে একটি স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।’ তিনি আরও বলেন, এখানে ছেলে-মেয়েদের ক্রীড়া প্রশিক্ষণের পাশাপাশি এখানকার কোচ ও সংগঠকদের জন্য একটি প্রশিক্ষণ একাডেমি করার চিন্তা-ভাবনা করছি।’

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ স্টেডিয়াম সংলগ্ন নবনির্মিত শুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশেদুল হাসান, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মাসুদ করিম।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে।’ তিনি বলেন, ‘প্রথমবারের মতো ক্রীড়া ভাতা চালু করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে