বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ১১:৪৭:৫৮

মাতাল এসে গায়ের ওপর পড়ায় করোনায় আক্রা'ন্ত ব্রিটিশ নারী তারকা ক্রিকেটার!

মাতাল এসে গায়ের ওপর পড়ায় করোনায় আক্রা'ন্ত ব্রিটিশ নারী তারকা ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ মহামা'রীতে একের পর এক তারকাদের আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই মহামা'রীর শুরুর দিকে গত এপ্রিলে আ'ক্রা'ন্ত হয়েছিলেন ইলিংশ লেগ স্পিনার সারা গ্লেন। ইংল্যান্ড নারী দলের সেরা খেলোয়াড় দাবি করেছেন, করোনা আ'ক্রা'ন্ত এক লোক মা'তা'ল হয়ে ইচ্ছে করেই তার শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছিলেন। 

লকডাউনের সময় ডার্বিশায়ারে বাবা-মার সঙ্গে গ্রামের বাড়িতে ছিলেন তিনি। কিন্তু একদিন এক খাবারের দোকানে গিয়েই নাকি সর্বনা'শটা হয়। দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ২১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার বলেছেন, 'একদিন জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলো। খাবার কিনতে আমি এক দোকানে গেলাম। সেখানে আমার পাশে দাঁড়ানো এক লোক হাসতে হাসতে হঠাৎ আমার গায়ে এসে পড়ল। সে সম্ভবত মাতাল ছিল। আমি ও ক্যাশ কাউন্টারের মহিলা ভ'য় পেয়ে যাই। প্রচ'ণ্ড রকম অস্ব'স্তি লাগছিল।''

ইংল্যান্ড নারী দলের হয়ে ৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা সারা আরও বলেছেন, লকডাউনের সময় ওই একদিনই কেনাকাটা করতে গেলাম, আর কী বাজে অভিজ্ঞতা হলো! ওই লোক আবারও আমাকে ধা'ক্কা দিলেন। এরপর আমি বের হয়ে গেলাম। রাগে গ'জগ'জ করতে করতে বাড়ি ফিরেছিলাম।'

সারা বলেন, 'বাসায় ফিরে আমি বাবা-মাকে বললাম, আগামী সপ্তাহে আমি অসুস্থ হয়ে পড়লে রাগের মাথায় কী করি বলতে পারছি না। ঠিকই পরের সপ্তাহে বিছানায় পড়লাম। খুব সুখকর ছিল না ওই অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতা আমার চোখ খুলে দেয়। যেসব তরুণ বলে "আমাদের কিছুই হবে না", তাদের ওপর আমার প্রচ'ণ্ড রা'গ হয়। আমিও তো পুরো ফিট এক অ্যাথলেট, কিন্তু আমাকেও তো ভু'গতে হলো! আমি ঠিক জানি না এটা কারও ফুসফুসের কতটা ক্ষ'তি করে, তবে আমার সেরে উঠতে অনেক সময় লেগেছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে