শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ১০:৩৬:৩৭

খেলা শেষে বাংলাদেশের জন্য সুখবরের বার্তা দিলেন তামিম ইকবাল

খেলা শেষে বাংলাদেশের জন্য সুখবরের বার্তা দিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত মার্চে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব ছাড়ার পর দেশ সেরা এই ওপেনারকে নেতৃত্বের দায়ভার দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কের দায়িত্ব পেলেও করোনার কারণে এখনো আন্তর্জাতিক সিরিজে সেই দায়িত্ব শুরু করতে পারেননি।

তবে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে অধিনায়কের প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি। বিসিবির এই টুর্নামেন্ট থেকেই প্রতিনিয়ত অধিনায়কত্ব করে শিখতে চান তামিম। তামিম একাদশ প্রথম ম্যাচ হারলেও গতকাল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। আর তাইতো অধিনায়কত্ব শিখছেন বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

গতকাল ম্যাচ শেষে আলাপকালে তামিম জানান, “প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। প্রত্যেক খেলাই আমার জন্য শেখার মঞ্চ। আজকের পরিস্থি'তিতে আমি কীভাবে নিজেকে সামলালাম; এরকম পরিস্থি'তি আবার আসলে, আজকে যেসব ভুল সিদ্ধা'ন্ত নিয়েছি তা আবার নিচ্ছি কি না নাকি উন্নতি করছি এসব খেয়াল রাখতে হবে।”

“সবসময় আমি বলে এসেছি- আমি এত অভিজ্ঞ অধিনায়ক নই। তাই প্রত্যেক খেলাই আমার জন্য শেখার জায়গা। বাংলাদেশের জন্য সুখবরের বার্তা দিয়ে তামিম ইকবাল বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে শিখতে চাই, উন্নতি করতে চাই।”।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে