শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ১১:২৯:১৯

শেষ পর্যন্ত পারল না কলকাতা নাইট রাইডার্স!

শেষ পর্যন্ত পারল না কলকাতা নাইট রাইডার্স!

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত পারল না কলকাতা নাইট রাইডার্স! কলকাতা নাইট রাইডার্স কে ৮ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স এর দেওয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৪৪ বলে ৭৮ রানের সুবাদে ৮ উইকেটে জয় লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে দুই ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। তাদের দুইজনের ৯৪ রানের পার্টনারশিপ ভাঙেন শিবম মাভি। ৩৬ বলে ৫ টিচার এবং একটি ছক্কায় সাহায্যে ৩৪ রান করে আউট হন রোহিত শর্মা।

এরপর দ্রুতই সূর্যকুমার যাদবকে আউট করেন বরুণ চক্রবর্তী। ১০ রান করেন সূর্যকুমার। তবে অন্য প্রান্ত থেকে কলকাতার বোলারদের শাসন করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তার সাথে যোগ দেন হার্দিক পান্ডিয়া। ৪৪ বলে ৯ টি চার এবং ৩ টি ছক্কার সাহায্যে ৭৮ রান করে অপরাজিত থাকেন কুইন্টন ডি কক এবং অন্য প্রান্তে ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কেকেআর। টপ অর্ডারের ৩ জন ব্যাটসম্যান কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা। রাহুল ত্রিপাথি (৯ বলে ৭), নিতিশ রানা (৬ বলে ৫) ও অধিনায়কত্ব ছেড়ে দীনেশ কার্তিক (৮ বলে ৪)। কিছুটা ভালো খেলার ইঙ্গিত দিয়েছিলেন শুভমান গিল।

কিন্তু তিনিও ২৩ বলে ২১ রান করে বিদায় নেন। তবে দল আরো বিপদে পড়ে যখন জাসপ্রিত বুমরাহর বাউন্সারে পুরোপুরি পরাস্ত হয়ে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আন্দ্রে রাসেল। ৯ বলে ১ চার ও ১ ছয়ের মারে ১২ রান করেছেন রাসেল।

মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে তখন কঠিন বিপদের মাঝে কলকাতা, চলে গিয়েছিল ১১টি ওভার। সেখান থেকে আর উইকেট পড়তে দেননি অধিনায়ক মরগ্যান ও প্যাট কামিনস।

দুজন মিলে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ৫৬ বলে করেন ৮৭ রান। নাথান কাউল্টার নাইলের করা শেষ ওভার থেকেই নেন ২১ রান। তার আগের ওভারেই নিজের ফিফটি পূরণ করেন কামিনস।

শেষপর্যন্ত ৫ চার ও ২ ছয়ে ৩৬ বলে ৫৩ রান করেন কামিনস। অধিনায়ক মরগ্যানে ব্যাট থেকে আসে দুইটি করে চার-ছয়ের মারে ২৯ বলে ৩৯ রানের ইনিংস।

মুম্বাইয়ের পক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২টি উইকেট শিকার করেন রাহুল চাহার। এছাড়া ট্রেন্ট বোল্ট, নাথান কাউল্টার নিল এবং ট্রেন্ট বোল্ট নেন ১টি করে উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে