মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ০৬:৩৮:৫৪

ভারত ইস্যুতে আইসিসিকে সময় বেঁধে দিলো পাকিস্তান

ভারত ইস্যুতে আইসিসিকে সময় বেঁধে দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ২০২১ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতের ভিসা নিয়ে শ'ঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দু'দেশের সম্পর্কের টা'নাপো'ড়েনের কারণেই মূলত পিসিবির এমন শ'ঙ্কা। আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ভারতের ভিসার ব্যাপারে নি'শ্চি'য়তা দিতে আইসিসিকে সময় বেঁধে দিয়েছে পিসিবি।

পিসিবির এমন শ'ঙ্কার যথেষ্ট কারণ আছে। গত বছর দিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপে পাকিস্তানের শুটারদের ভিসা দেয়নি ভারত সরকার। তাই আগে থেকেই স'ত'র্ক পিসিবি। সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ''আমরা আইসিসির কাছ থেকে আশ্বাস চেয়েছি, আমাদের ক্রিকেটারদের ভিসা পাওয়ার বিষয়ে। বিসিসিআইয়ের সঙ্গে এই নিয়ে আলোচনা করবে আইসিসি। কারণ ভিসার নি'র্দে'শ এবং নি'শ্চ'য়তা দেবে ভারত সরকার।''

২০১৬ টি-২০ বিশ্বকাপে শেষবার ভারতে খেলেছে পাকিস্তান। আর দ্বিপাক্ষিক সিরিজে ভারতের মাটিতে পাকিস্তান শেষবার খেলেছে ২০১২-১৩ মৌসুমে। করোনা ভাইরাসের কারণে স্থ'গিত হয়ে গেছে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ। আইসিসির ঘোষণা অনুযায়ী পরপর দুই বছর মাঠে গড়াবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসর। ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে এবং পরের বছরের একই সময়ে অস্ট্রেলিয়ায় বসবে টি-২০ বিশ্বকাপের আসর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে