মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ১১:১৩:১২

ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে প্রথম নাম লেখালেন শিখর ধাওয়ান

 ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে প্রথম  নাম লেখালেন শিখর ধাওয়ান

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিপক্ষে আজ টসে জিতে ব্যাট করতে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন শিখর ধাওয়ান।

এর আগে গত ইনিংসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শিখর ধাওয়ান। আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান।

আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাব এর বিপক্ষে ৬১ বলে ১২ টিচার এবং ৩টি ছক্কায় সাহায্যে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ১০৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে এই ইনিংসে সর্বোচ্চ শ্রেয়াস আয়ার ১৪, রিশাভ পান্ত ১৪ রান সংগ্রহ করেছে।

দিল্লি ক্যাপিটালস একাদশ : পৃত্থি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, মার্কাস স্টয়নিজ, সিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, তুষার দেশপান্ডে, কাগিসো রাবাদা, ডিআর স্যামস।

কিংস ইলেভেন পাঞ্জাব : লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুদা, জিমি নিশাম, মুরুগান অশ্বিন, রবি বিষ্ণু, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে