বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১০:৩৫:৫৭

কুড়ি ওভারের লড়াইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন বাংলাদেশি দুই ক্রিকেটার সালমা ও জাহানারা

কুড়ি ওভারের লড়াইয়ে অংশ নিতে দেশ ছাড়লেন বাংলাদেশি দুই ক্রিকেটার সালমা ও জাহানারা

স্পোর্টস ডেস্ক : তৃতীয়বার মাঠে গড়াচ্ছে মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এই প্রতিযোগিতা। কুড়ি ওভারের লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশি দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম দেশ ছাড়লেন আজ ২১ অক্টোবর।

আইপিএল হিসেবে খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে দ্বিতীয়বারের মত খেলতে চলেছেন বাংলাদেশের পেস বোলার জাহানারা আলম। নারী আইপিএলের তৃতীয় আসরে জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে, যে দলে খেলেছিলেন গত মৌসুমেও। সেই সাথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথমবার খেলতে যাচ্ছেন সালমা।খেলবেন ট্রেইলব্লেজারসে।

আজ সকালে ১০টা ১৫ মিনিটের সময় নারী আইপিএল খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তারা দু’জন। দেশ ছাড়ার আগে দুজনই টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভাল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত যে, ৪ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। একই ভেন্যুতে পরদিন জাহানারা ভেলোসিটির বিপক্ষে নামবে সালমার ট্রেইলব্লেজার্স। রাউন্ড রবিন লিগে খেলার পর সেরা দুই দল ৯ নভেম্বর খেলবে ফাইনালে।

দুবাই পৌঁছে আর সবার মতো বাংলাদেশের দুই ক্রিকেটারকেও থাকতে হবে বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিনে। এরপর জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলবেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে