শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ১১:৫৫:০৭

আগামীকাল ফাইনাল, সরাসরি দেখা যাবে যেখানে

আগামীকাল ফাইনাল, সরাসরি দেখা যাবে যেখানে

স্পোর্টস ডেস্ক: আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচ। ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ। গ্রুপ পর্বে সর্বোচ্চ তিনটি ম্যাচে জয়লাভ করেছে নাজমুল একাদশ। অন্যদিকে দুটি ম্যাচে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদুল্লাহ একাদশ।

আগামীকাল বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে। এছাড়াও এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বিটিভিতে। সরাসরি বাংলায় ধারাবিবরণী সম্প্রচার করা হবে বাংলাদেশ বেতারে।

মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, সুমন খান, এবাদত হোসেন চৌধুরী, রুবেল, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি।

নাজমুল (শান্ত) একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে