শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ০৮:৩৭:১৯

বড় সুখবর

বড় সুখবর

স্পোর্টস ডেস্ক: বিসিবি প্রেসিডেন্টস কাপের মাধ্যমে দীর্ঘ ৭ মাস পর দেশের ক্রিকেটাররা মাঠে ফিরলেও, ছিলেন না মাশরাফী। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলার পর, গেল সাড়ে ৭ মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে সাবেক অধিনায়ক। তবে এবার মাঠে ফিরবেন তিনিও। 

প্রেসিডেন্টস কাপের পর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ১৫ নভেম্বর শুরু হবে আসরটি। থাকবে ৫টি দল। এরইমধ্যে খেলোয়াড়দের একটি খসড়া তালিকাও করে রেখেছেন নির্বাচকরা। বড় সুখবর, সেই ভাবনায় আছেন মাশরাফীও। 

টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য একান্ত অনুশীলনও শুরু করেছিলেন ম্যাশ। তবে সেখানে আবারো শিকার হয়েছেন ইনজুরির। ফলে তৈরি হয়েছে শঙ্কা। তবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের আশা, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ফিট হয়ে উঠবেন ম্যাশ।

হাবিবুল বাশার সুমন বলেন, আজকে তো মাত্র ২৪ তারিখ। এখনও ৩ সপ্তাহ সময় আছে। যতটুকু শুনেছি মাশরাফীর ইনজুরি অতোটা গুরুতর নয়। সুস্থ থাকলে সেও এই টুর্নামেন্টে অংশ নেবে।

প্রেসিডেন্টস কাপের ফাইনাল রোববার (২৪ অক্টোবর)। তার আগে দেশে ফিরে গেছেন তিন কোচ। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন আবারো ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন তারা। নিশ্চিত করেছেন হাবিবুল বাশার সুমন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে