সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ১১:৪৭:৫০

বাঁচা-মরার ম্যাচে তিন দিন আগে বাবাকে হারানো মনদীপের ব্যাটে কলকাতাকে উড়িয়ে দিল পাঞ্জাব!

বাঁচা-মরার ম্যাচে তিন দিন আগে বাবাকে হারানো মনদীপের ব্যাটে কলকাতাকে উড়িয়ে দিল পাঞ্জাব!

স্পোর্টস ডেস্ক: আইপিএলে নিজেদের বাঁচা-মরার ম্যাচে তিন দিন আগে বাবা হারানো মনদীপ সিংয়ের ব্যাটে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে প্লে – অফে খেলার সম্ভাবনা ভালো ভাবেই মজবুত করল কিংস ইলেভেন পাঞ্জাব। এ জয়ে কলকাতাকে পাঁচে নামিয়ে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠেছে রাহুলের দল।

আইপিএলের ৪৬ তম ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে গেইল-মনদীপ সিংয়ের ফিফটিতে ৮ উইকেট হাতে রেখে ৭ বল আগেই জয় তুলে নেয় পাঞ্জাব।

লক্ষ্য তাড়া করতে নেমে ভালে সূচনা এনে দিয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন রাহুল। ৪৭ রানের জুটির পর ব্যক্তিগত ২৮ রানে ফেরেন পাঞ্জাব অধিনায়ক। তবে এরপর দারুণ জুটি গড়েন ক্রিস গেইল ও মনদীপ সিং। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন গেইল।

অপরপ্রান্তে সাবধানী ব্যাটিংয়ে ৪৯ বলে ফিফটি তুলে নেন মনদীপ সিং। ছক্কার ঝড় তুলে ২৫ বলে ফিফটি পূরণ করেন গেইল। দলের জয় থেকে ৩ রান যখন দূরে তখন ২৯ বলে ৫ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস খেলে ফেরেন গেইল। এই ইনিংসের পথে পাঞ্জাবের হয়ে ১০০০ রানের মাইলফলকেও নাম লেখান গেইল।

ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান ফিরলেও এদিন যেন বাবাকে মনে করে দলকে জেতানোর পণ করেই মাঠে নেমেছিলেন মনদীপ৷ ফিফটির পর বার বার আকাশের দিকে তাকিয়ে বাবাকে স্মরণ করা এই ক্রিকেটার শেষ পর্যন্ত ব্যাটিং করে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ।

এর আগে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত শুরু থেকেই বিপাকে পড়ে কলকাতা। দলীয় ১০ রানের মাথায় ৩ উইকেট হারায় কেকেআর। এরপর গিলকে নিয়ে ৮০ রানের জুটি গড়ে মরগান ফিরলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পরে দলটি।

২ ছক্কা ও ৫ চারে ২৫ চারে মরগান খেলেন ৪০ রানের ইনিংস। এরপর থেকে আবারও আসা-যাওয়ার মধ্যে থাকে ব্যাটসম্যানরা। দুর্দান্ত খেলতে থাকা গিলও ফিরেন ৪৫ বলে ৫৭ রান করে ( ৪ ছক্কা ও ৩ চার)। এরপর ফারগুসনের ১৩ বলে ২৪ রানের অপরাজিত ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে কলকাতা।

সংক্ষিপ্ত স্কোর–
কলকাতা ১৪৯/৯(২০)
গিল ৫৭(৪৫), মরগান ৪০(২৫)
স্যামি ৩/৩৫, জর্ডান ২/২৫

পাঞ্জাব ১৫০/২(১৮.৫)
মনদীপ সিং ৬৬(৫৬)*, গেইল ৫১(২৯)
ফার্গুসন ১/৩২, বরুন চক্রবর্তী ১/৩৪।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে