বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ০৯:৩৪:২৮

প্রতি দলের জন্য বিশাল বাজেট নিয়ে আগামী মাসে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

প্রতি দলের জন্য বিশাল বাজেট নিয়ে আগামী মাসে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হবে তার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের পর আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হচ্ছে পাঁচ দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

টুর্নামেন্টের নাম রাখা হতে পারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ৫ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টই হবে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রতিটি দলের বাজেট হবে দুই কোটি টাকা করে।

মোট ১৫ জন ক্রিকেটার কে দলে নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও এই টুর্নামেন্টের জন্য চার ক্যাটাগরিতে ক্রিকেটার রাখবে বাংলাদেশ ক্রিকেট। চার ক্যাটাগরীর ক্রিকেটাতে থাকা ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি পাবেন ৮ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরির জন্য রাখা হয়েছে ৬ লাখ টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৪ লক্ষ টাকা করে।

তবে এই টুনামেন্টে রাখা হবে না বিদেশি ক্রিকেটারদের। কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তবে বিসিবির ভেতরের খবর আরো এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট।

মূলত কিছুটা জমজমাট করে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে টিভি চ্যানেলে। এছাড়াও পাঁচটি দলের জন্য ফ্র্যাঞ্চাইজি এবং টুর্নামেন্টের আগে প্লেয়ার ড্রাফট এর জন্য এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্টের মধ্য দিয়েই মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে